ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

১৮৭ তরুণ-তরুণীকে কারিগরি সনদ প্রদান করল রবি

প্রকাশিত: ০৬:৫৭, ২৯ আগস্ট ২০১৬

১৮৭ তরুণ-তরুণীকে কারিগরি সনদ প্রদান করল রবি

ইউসেপ বাংলাদেশ পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নিয়ে উত্তীর্ণ ১৮৭ জন শিক্ষার্থীকে সনদ দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচীর আওতায় চট্টগ্রামে পরিচালিত এই প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের উজ্জল ভবিষ্যত নিশ্চিত করেছেন এই তরুণ-তরুণীরা। ‘গড়ি নিজের ভবিষ্যত’ নামে ১৫ মাসব্যাপী প্রকল্পটির মাধ্যমে রবি চট্টগ্রামের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল সিউয়িং মেশিন পরিচালনা, ইলেক্ট্রনিকস ও মোবাইল সার্ভিসিং-এর ওপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করছে। ২৮ আগস্ট চট্টগ্রামের আমবাগানে ইউসেপ প্রশিক্ষণ কেন্দ্রে সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুচ ছালাম। উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেন রবি’র চীফ কর্পোরেট এবং পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ। এ সময় রবি’র ইস্টার্ন ক্লাস্টার মার্কেটের ক্লাস্টার মার্কেট ডিরক্টের নাজির আহমেদ এবং ইউসেপ’র চীফ এক্সিকিউটিভ অফিসার জাকি হাসান উপস্থিত ছিলেন। Ñবিজ্ঞপ্তি
×