ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় মতিঝিল থিয়েটারের ‘নিঃসঙ্গ নিরাময়’ আজ

প্রকাশিত: ০৪:২১, ২৯ আগস্ট ২০১৬

শিল্পকলায় মতিঝিল থিয়েটারের ‘নিঃসঙ্গ নিরাময়’ আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আজ সোমবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মতিঝিল থিয়েটারের নাটক ‘নিঃসঙ্গ নিরাময়’। রবিউল আলমের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন নাজমুল হাসান শুভ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নাজমুল হাসান শুভ, নাসরীন গীতি, শারমিন সারা, শায়লা পিয়া, কানন প্রমুখ। নাটকের সেট ডিজাইন করেছেন নাজমুল হাসান শুভ, মিউজিক ফরহাদ আমিন বাপ্পি এবং আলোক পরিকল্পনা ও প্রক্ষেপন নজরুল ইসলাম। নাটকের উদ্বোধনী মঞ্চায়ন উপলক্ষে আজ বিশেষ আলোচন সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আর উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সেক্রেটারি জেনারেল আক্তারুজ্জামসহ আরও অনেকে। নাটক প্রসঙ্গে নির্দেশক নাজমুল হাসান শুভ বলেন, যোগাযোগের হাজারটা মাধ্যম আধুনিক মানুষের নাগালে। আলদীনের চেরাগে ঘষা দিলেই হলো। বিজ্ঞানের দৈত্য চোখের পলকে হাজির করতে পারে কাক্সিক্ষত জনকে। তারপরেও মানুষ নিঃসঙ্গ থাকে। একজন আরেকজনের সঙ্গে কথা বলে না। বললেও বলে মেপে মেপে। আত্মকেন্দ্রিকতার কারণে একই ছাদের তলায় বাস করেও তারা পরস্পরের সঙ্গী হতে পারে না। তবে নাটকের অন্যতম চরিত্র রাইসা খানম অন্যরকম মানুষ। প্রবাস জীবনে স্বামী, সন্তান হারিয়ে নিঃসঙ্গতা কাটাতে দেশে ফিরে এসেছেন। কিন্তু দেশের সামাজিক পরিবেশ দেখে হতাশ হতে হয় তাকে। কারণ দেশের মানুষও নিঃসঙ্গতার শিকার। নিঃসঙ্গতার কষ্ট তিনি বোঝেন। তাই এইসব নিঃসঙ্গ মানুষকে মানসিক সহায়তা দিতে গড়ে তোলেন নিঃসঙ্গ নিরাময় কেন্দ্র। এ কেন্দ্রে একে আসতে থাকে বিচিত্র সব মানুষ। এগিয়ে যায় নাটকে কাহিনী। শুভ বলেন, বর্তমান যান্ত্রিক নাগরিক জীবনে ‘নিঃসঙ্গ নিরাময়’ নাটকটি খুবই প্রাসঙ্গিক। আশা করছি নাটকটি দর্শকদের ভাল লাগবে।
×