ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৩, ২৯ আগস্ট ২০১৬

টুকরো খবর

প্রধানমন্ত্রীর অনুদান পেলেন পাঁচ সাংবাদিক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ প্রধানমন্ত্রী প্রদত্ত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক পেলেন রাজশাহীর ৫ গণমাধ্যম কর্মী। রবিবার দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যালয়ে অনুদানের এ চেক বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। গত বুধবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চেক বিতরণ করেন। অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেনÑ কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো অফিসের ফটোসাংবাদিক সালাহউদ্দীন গাজী, দৈনিক সোনালী সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক শরীফ সুমন, স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, সম্পাদনা সহকারী মিজানুর রহমান টুকু ও জহিরুল ইসলাম। আরইউজে সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। আরইউজে সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর রহমান খান আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য জাবীদ অপু, আনিসুজ্জামান, আরইউজের কোষাধ্যক্ষ তবিবুর রহমান মাসুম, নির্বাহী সদস্য জোনাব আলী, সিনিয়র সাংবাদিক তানজিমুল হক, তৈয়বুর রহমান, আলোকচিত্রী আজাহার উদ্দিন, সেলিম জাহাঙ্গীর, ফটোসাংবাদিক এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পদক সামাদ খান প্রমুখ। ফেসবুকে কটূক্তি ॥ ছাত্রমৈত্রী নেতা গ্রেফতার রাবি সংবাদদাতা ॥ ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তিপূর্ণ স্ট্যাটাস দেয়ার অভিযোগে বিপ্লবী ছাত্রমৈত্রীর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বাদী হয়ে নগরীর মতিহার থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারের দুই ঘণ্টা আগে দিলীপ রায় তার ব্যক্তিগত ফেসবুক এ্যাকাউন্টে লিখেছেনÑ ‘প্রধানমন্ত্রী আপনার হারিকেন তৈরি আছে তো? দ্যাখেন আবার আপনার ভাগেরটাও চুরি হতে পারে, তখন আপনি আফসোস করে বলবেন (বাপের ডায়ালগটা)।’ অন্য একটি স্ট্যাটাসে তিনি লিখেনÑ ‘আমি কুত্তার গায়েও লিখতে পারব না সে আওয়ামী লীগ, তাতে তার লজ্জা হবে।’ মাটিচাপা পড়ে শ্রমিক নিহত স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ রবিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপারের ১৫০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অফিসের পাশে সেপটিক ট্যাংক খোড়ার সময় মাটিচাপা পড়ে ইউসুফ আলী ওরফে কাবেল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ আলী ওরফে কাবেল সদর উপজেলার সয়দাবা ইউনিয়নের বাঐতারা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। সয়দাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবিদুল ইসলাম জানান, ইউসুফসহ কয়েকজন শ্রমিক বিদ্যুত উৎপাদন কেন্দ্রে সেপটিক ট্যাংক খোঁড়ার কাজ করছিল। এ সময় ইউসুফ একেবারে গর্তের নিচের দিকে কাজ করতে থাকাবস্থায় মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পাকুড়িয়া গণহত্যা দিবস পালিত নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ আগস্ট ॥ রবিবার মান্দায় শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পাকুড়িয়া গণ্যহত্যা দিবস পালন করা হয়েছে। পাকুড়িয়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয়ের হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ পরিবার কল্যাণ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল লতিফ ম-লের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে প্রমুখ। মোহনগঞ্জে স্মরণসভা নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৮ আগস্ট ॥ মোহনগঞ্জে প্রাক্তন গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডা. আখলাকুল হোসাইন আহমেদের ৪র্থ মৃত্যুবার্ষিকী রবিবার নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে মোহনগঞ্জে উপজেলা আওয়ামী লীগ, ডা. আখলাকুল হোসাইন আহমেদ স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালোব্যাজ ধারণ, শোক র‌্যালি, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত, দোয়া মাহফিল, তবারক বিতরণ এবং স্মরণসভা। বেলা ১২টায় ডা. আখলাকুল হোসাইন আহমেদ স্মৃতি পরিষদের উদ্যোগে পৌর শহরের সৌখিন কমিউনিটি সেন্টারে সংগঠনের সভাপতি শহীদ ইকবালের সভাপতিত্ব করেন। চট্টগ্রামে ৪২ যানবাহনের জরিমানা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার এবং বিভিন্ন অপরাধে মোট ৮৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় পুলিশের এ অভিযান পরিচালিত হয়। এছাড়া ট্রাফিক আইনে ৪২টি যানবাহনকে জরিমানা করা হয়েছে। জানা যায়, বিশেষ অভিযানে উদ্ধার করা হয় ৪ হাজার ২২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১১০ লিটার মদ, ৫শ’ গ্রাম গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের হয়েছে। এছাড়া মহানগর পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে ৮৩ জনকে। এরমধ্যে ৩ জন সাজাপ্রাপ্ত আসামিও রয়েছে। এদিকে, ট্রাফিক আইন ভঙ্গের কারণে দায়ের হয় ৭২০টি মামলা। এরমধ্যে ২২৩টি মামলা অটোরিক্সা সংক্রান্ত। আটক করা হয়েছে কাগজপত্রবিহীন ৪২টি যানবাহন। ট্রাফিক আইন ভঙ্গের কারণে এই যানবাহনগুলোকে ৩ লাখ ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়। কালীগঞ্জে প্রতিমা ভাংচুর স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ওই ঘটনায় কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকায় দুর্গা মন্দিরে প্রতিমা নির্মাণের কাজ চলছিল। শনিবার রাতে কাজ শেষ করে আচার্যরা ঘুমিয়ে পড়ে। পরে গভীর রাতে দুর্বৃত্তরা দুর্গা মন্দিরে প্রবেশ করে গনেশ, কার্তিক, অশুর, সিংহ প্রতিমার হাতসহ বিভিন্ন অংশ ভাংচুর করে পালিয়ে যায়। রবিবার সকালে মন্দিরের সহ-সভাপতি সুবাস সূত্রধর মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা দেখতে পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও অন্যদের বিষয়টি অবহিত করেন। চট্টগ্রামে ছাত্রলীগে সংঘর্ষ ॥ আহত চার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর সরকারী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সৃষ্ট এ সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দুই নেতা আশরাফ ও মনির গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। মূলত এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এই বিরোধ। রবিবার দুপুর দেড়টার দিকে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। কাউন্সিলরসহ দুইজন জেলহাজতে স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জ পৌরসভার এক কাউন্সিলরসহ দুইজনকে কারাগারে প্রেরণ করেছে আদালত। এক কিশোরকে মারধরের মামলায় রবিবার সিলেট সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করলে তাদের জামিন নামঞ্জুর করে আদালত জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শাহাব উদ্দিন শাকিল ও পৌরসভার গন্ধদত্ত গ্রামের জাকির আহমদ। মোবাইল চুরির অপবাদ দিয়ে গন্ধদত্ত গ্রামের মকবুল হোসেনের ছেলে হাফিজ আহমদকে (১৫) মারধর করেন। এ ঘটনায় মকবুল হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সিরাজগঞ্জে ছাত্রলীগের মানববন্ধন স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বঙ্গবন্ধু হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর ও ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচারের দাবিতে রবিবার সকালে জেলা ছাত্রলীগ মানববন্ধন করেছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। জেলা ছাত্রলীগেরসহ সভাপতি খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সহসভাপতি কেএম হোসেন আলী হাসান, মোস্তফা কামাল খান,সংগঠনের সাধারণ সম্পাদক একরামুল হকসহ উপজেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন। ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে সভা স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বেশ কিছুদিন যাবত ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিরাজদিখান উপজেলা কমান্ডের আয়োজনে রবিবার দুপুরে উপজেলা সংসদে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অর্ধশতাধিক মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ব্যাপক আলোচনা হয়। এ সময় বক্তারা বলেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা তাদের ছাড় দেয়া হবে না। খুব শীঘ্রই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জহিরুল আলম বিমল, মোতালেব দেওয়ান, সামসুল হক বেপারী প্রমুখ।
×