ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ওয়ারীতে এসি বিস্ফোরণে দগ্ধ নাতির মৃত্যু, দাদি হাসপাতালে কাতরাচ্ছেন

প্রকাশিত: ০৬:০৯, ২৮ আগস্ট ২০১৬

ওয়ারীতে এসি বিস্ফোরণে দগ্ধ নাতির মৃত্যু, দাদি হাসপাতালে কাতরাচ্ছেন

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার ওয়ারীর একটি বাসায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরিত হয়ে দাদি-নাতি দগ্ধ হয়েছেন। শনিবার টিপু সুলতান রোডের একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরিত হয়ে দাদি পারুল আক্তার (৬৫) ও নাতি ফাহিম শিকদার (১৪) দগ্ধ হয়েছেন। রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিক্যালে বার্ন ইউনিটের আইসিইউতে ফাহিম মারা গেছে। সে ধানমণ্ডির অক্সফোর্ড স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, দাদি পারুল আক্তারের দেহের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। ফাহিম মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাইজগাঁও গ্রামের ফয়সাল শিকদারের ছেলে। ফাহিমের বাবা এ্যালুমিনিয়াম ব্যবসায়ী জানান, টিপু সুলতান রোডের চারতলা ভবনের তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন। তিনি জানান, শনিবার আমার মা ও ছেলে একটি রুমে ঘুমাচ্ছিল। পৌনে সাতটার দিকে হঠাৎ এসি বিস্ফোরিত হলে তারা দগ্ধ হয়। খবর পুলিশ ও মেডিক্যাল সূত্রের। সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু ॥ রাজধানীর শাহ আলী থানাধীন গুরান চকবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৩৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যাত্রী গ্রেফতার ॥ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্ডারওয়ারে লুকানো স্বর্ণের বারসহ মুহাম্মদ আলম নামে মালয়েশিয়া থেকে আসা এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফর।
×