ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই ॥ সমাবেশ, মানববন্ধন থেকে অভিন্ন আওয়াজ

প্রকাশিত: ০৪:১৮, ২৮ আগস্ট ২০১৬

জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই ॥ সমাবেশ, মানববন্ধন থেকে অভিন্ন আওয়াজ

জনকণ্ঠ ডেস্ক ॥ দিনে দিনে জঙ্গীবিরোধী সমাবেশ, মানববন্ধন ও মিছিলে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ছে। শনিবার সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা-কর্মচারী, বেসরকারী প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা জঙ্গীবিরোধী সমাবেশে যোগ দিয়ে আওয়াজ তোলে জঙ্গীমুক্ত বাংলাদেশ চাই। স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো খবর নাটোর ॥ ‘সন্ত্রাস নয় শান্তি চাই-শঙ্কামুক্ত শিক্ষাঙ্গন চাই’ সেøাগান নিয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ জমিয়াতুল মুদার্রেসীনের উদ্যোগে শহরের মাদ্রাসা মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জামহুরিয়া মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাডভোকেট সায়েম হোসেন উজ্বল, অধ্যক্ষ আখতার হোসেনসহ জেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ। সাতক্ষীরা ॥ “জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ চাই” সেøাগানকে সামনে রেখে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিক সমাজ। শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মমতাজ আহমেদ বাপী, মোস্তাফিজুর রহমান উজ্জল, ইয়ারব হোসেন প্রমুখ। কুড়িগ্রাম ॥ তথ্য অফিসের আয়োজনে স্থানীয় পৌর টাউন হলে শনিবার অনুষ্ঠিত হয় জঙ্গী বিরোধী সমাবেশ। এতে সরকারী কর্মকর্তা, শিক্ষক, সমাজ সেবক, জনপ্রতিনিধি ও ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার শাহজাহান আলী। সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জবাসীকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানানো হয়েছে। শনিবার বিকেলে সিরাজগঞ্জে সন্ত্রাস ও জঙ্গীবাদবিরোধী সমাবেশ থেকে এ আহ্বান জানান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না এমপি। আহলে হাদীস যুব সংঘ আয়োজিত স্থানীয় বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ মুর্তজা।
×