ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাডার স্টেশনের আধুনিকায়নে জাপানের সঙ্গে চুক্তি সই

প্রকাশিত: ০৮:০৫, ২৬ আগস্ট ২০১৬

রাডার স্টেশনের আধুনিকায়নে জাপানের সঙ্গে চুক্তি সই

স্টাফ রিপোর্টার ॥ আবহাওয়া অধিদফতরের ঢাকা ও রংপুর রাডার স্টেশনের আধুনিকায়নের লক্ষ্যে বাংলাদেশ ও জাপানের মধ্যে ১৮৬.২৬ কোটি টাকার একটি অনুদান নোট ও বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে রাডার কেন্দ্র থেকে ২শ’ কিমি ব্যাসার্ধের মধ্যে ঝড়ের গতিবেগ সর্বোচ্চ ২৭০ কিলোমিটার পর্যন্ত নির্ণয় করা যাবে। রাডার কেন্দ্র থেকে ৪৫০ কিমি ব্যাসার্ধের মধ্যে প্রতি ঘণ্টায় কি পরিমাণ বৃষ্টিপাত হবে তার পূর্বাভাস দেয়া সম্ভব হবে। আর ঢাকার ঝড়-সতর্কীকরণ কেন্দ্রে ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ইমেজের কম্পোজিট ছবি পাওয়া যাবে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ তথ্য জানায়। সম্প্রতি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের অন্তর্বর্তীকালীন চার্জ দ্য এ্যাফেয়ার্স তাকিশি মাসুনাগা এবং ঢাকায় নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি মিকিও হেতেদা অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। আবহাওয়া অধিদফতর জানায়, প্রকল্পটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে আবহাওয়া অধিদফতর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে ঢাকার গাজীপুর ও রংপুরে অবস্থিত আবহাওয়া রাডার সিস্টেমের আধুনিকায়নসহ রাডার দুটিকে অত্যাধুনিক ডপলার রাডার দ্বারা প্রতিস্থাপন করা হবে। সময়মতো এবং অপেক্ষাকৃত নিখুঁত আবহাওয়া পূর্বাভাস ও সতর্কবার্তা প্রচারের মাধ্যমে নিরাপদ নৌ ও বিমান চলাচলসহ কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, অতিবৃষ্টি, বন্যা, খরা বা অনাবৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে সম্পদ ও জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর প্রকল্পটি গ্রহণ করেছে। ঝড়ের গতিপথ (অবস্থান, দিক এবং তীব্রতা) নির্ণয়, নিরাপদ নৌ ও বিমান চলাচলসহ আবহাওয়া সংক্রান্ত যাবতীয় আগাম পূর্বাভাস ও সতর্কবাণী প্রদান পদ্ধতি অধিকতর শক্তিশালী হবে। ফলে বিরূপ আবহাওয়া সম্পর্কিত বিষয় বিশেষ করে কালবৈশাখী ঝড়, ঘূর্ণিঝড়, সাইক্লোন, টর্নেডো, অতিবৃষ্টি, বন্যা, খরা/অনাবৃষ্টি ইত্যাদির অবস্থান ও তীব্রতা আগাম ও নিখুঁতভাবে নির্ণয় করা যাবে। আর বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়-ক্ষতি কমিয়ে এনে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
×