ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যৌতুকের বলি রানী ॥ স্বামী পলাতক

প্রকাশিত: ০৬:৩১, ২৬ আগস্ট ২০১৬

যৌতুকের বলি রানী ॥ স্বামী পলাতক

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ২৫ আগস্ট ॥ ফয়জুলের সঙ্গে রানী আক্তারের বিয়ে হয়েছিল আঠারো মাস আগে। বিয়ের দুই মাস ছিল তাদের সুখের সংসার। এরপর দফায় দফায় বাবার বাড়ি থেকে টাকা আনতে বলত ফয়জুল। টাকা না আনলেই চলত নির্যাতন। মাঝে মধ্যে কিছু টাকা আনলেও ক্ষান্ত হয়নি ফয়জুল। ২২ আগস্ট ফয়জুল রানীকে তার বাবার বাড়ি থেকে নির্যাতন করে জোর করে তার বাসায় নিয়ে আসে। ২৪ আগস্ট ফয়জুল রানীর মৃত্যুর খবর পাঠায় তার শ্বশুরবাড়ি। ঘটনাটি ঘটেছে সদর উপজেলা রহিমানপুর ফখদনপুর কসাইপাড়া এলাকায়। কিন্তু স্বামীর পরিবারের দাবি অসুস্থতায় রানীর মৃত্যু হয়েছে। অপরদিকে রানীর পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ নিয়ে চলছে দুই পরিবারের মধ্যে লাশ নিয়ে টানাহেঁচরা। বুধবার রাতে স্বামীর বাড়িতে রানীর মৃত্যু হয়। বৃহস্পতিবার লাশের ময়নাতদন্ত শেষে ভিষেরা রিপোর্টের জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মেয়ের বাবা আব্দুস সালাম জানান, আমার মেয়েকে যৌতুকের দাবিতে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। বিয়ের পর থেকেই ফয়জুল যৌতুকের জন্য প্রায় অত্যাচার করত আমার মেয়েকে। ফয়জুলের বাবা আলম জানান, রানী বেগম অসুস্থতার জন্য মারা গেছে। সে কিছুদিন থেকে খুবই অসুস্থ ছিল। তবে রানী আক্তারের মৃত্যুর পর থেকে স্বামী ফয়জুল পলাতক থাকায় মৃত্যুর রহস্য জট বাঁধছে। নারী জঙ্গীকে ধরিয়ে দিলে পুরস্কার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নারী জঙ্গীকে ধরিয়ে দিলে তাকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা যুব মহিলা লীগের শোকের মাস আগস্টের আলোচনা সভায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক এই ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, এত দিন ধর্মের নামে স্বাধীনতা বিরোধীরা কিছু পুরুষকে ভুল বুঝিয়ে জঙ্গী, সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করে আসছিল। কিন্তু এখন জঙ্গী ও সন্ত্রাসী কর্মকা-ে নারীদের ব্যবহার করছে। এসব জঙ্গী নারী ভালমানুষের মুখোশ পরে নীলফামারীর বিভিন্ন পাড়া মহল্লার বাড়িতে গিয়ে আমাদের মা- বোনদের বিপদগামী পথে নিয়ে আসার চেষ্টা করছে। মন্দির সংস্কারে সহায়তা সংবাদদাতা,শাহজাদপুর (সিরাজগঞ্জ), ২৫ আগস্ট ॥ শাহজাদপুরে আদিবাসী পল্লীর ঝড়ে বিধ্বস্ত মন্দির সংস্কারের দায়িত্ব নিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ। বৃহস্পতিবার শাহজাদপুর পৌর এলাকার আদিবাসী পল্লীর ‘আদিবাসী মন্দির’ পরির্দশন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান। এ সময় ইউএনও সম্প্রতি টর্নেডোর আঘাতে ল-ভ- হয়ে যাওয়া মন্দির সংস্কার বাবদ ১০ বান্ডিল টিন ও নগদ অর্থসহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি হীরা লাল রায়, সাধারণ সম্পাদক মনোরঞ্জন রায়।
×