ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হঠাৎ করেই এ্যাপেক্স গ্রুপের শেয়ারে চমক

প্রকাশিত: ০৪:৩০, ২৬ আগস্ট ২০১৬

হঠাৎ করেই এ্যাপেক্স গ্রুপের শেয়ারে চমক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার যেন চমক দেখিয়েছে এ্যাপেক্সের শেয়ার। পুঁজিবাজারে তালিকাভুক্ত এ্যাপেক্স গ্রুপের সব শেয়ারের দর বেড়েছে। এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় রয়েছে এই গ্রুপের তিন কোম্পানি। ডিএসইর তথ্যানুযায়ী, বুধবার এ্যাপেক্স ফুডস ১৩ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ দর বেড়ে এই তালিকার শীর্ষে রয়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৪৬ টাকা ৮০ পয়সা দরে। এদিন কোম্পানিটি এক হাজার ৪০৭ বারে ৪ লাখ ৪ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন করে। এ্যাপেক্স স্পিনিং এ্যান্ড নিটিং মিলস ৬ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ৪০ শতাংশ দর বেড়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। বুধবার শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০৮ টাকা দরে। এদিন কোম্পানিটি ১ হাজার ২২ বারে ২ লাখ ৪৩ হাজার ৭৮৮টি শেয়ার লেনদেন করে। তালিকার সপ্তম স্থানে থাকা এ্যাপেক্স ট্যানারির ৭ টাকা ৮০ পয়সা বা ৫ দশমিক ৩৯ শতাংশ দর বেড়েছে। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৫২ টাকা ৬০ পয়সা দরে। এদিন কোম্পানিটি ২ হাজার ২৪৩ বারে ৬ লাখ ৯১ হাজার ৯৪৯টি শেয়ার লেনদেন করে। এছাড়া এ্যাপেক্স ফুটওয়ারের ১ টাকা ৪০ পয়সা বা দশমিক ৪২ শতাংশ দর বেড়েছে। ব্লক মার্কেটে ৪ কোটি টাকা লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্লক মার্কেটে বুধবার সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড। কোম্পানিটি ৭ লাখ ৫৫ হাজার শেয়ার লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ৪ কোটি ৬৮ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্লক মার্কেটে মোট তিন কোম্পানি ও এক মিউচুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। কোম্পানি ও ফান্ড মিলে মোট ১২ লাখ ৭৯ হাজার ৯৩০টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৮ কোটি ৫৯ লাখ টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংক মিউচুয়াল ফান্ড ৩ লাখ ৪০ হাজার ইউনিট লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ২১ লাখ টাকা। ব্যাংক এশিয়া ১ লাখ ৫৪ হাজার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে, যার আর্থিক মূল্য ২৫ লাখ টাকা। এছাড়া রেনেটা ৩০ হাজার ৯৩০টি শেয়ার লেনদেন করেছে, যার আর্থিক মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা। রবিবার পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধ রেকর্ড ডেটের কারণে পিপলস লিজিং এ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের লেনদেন আগামী রবিবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এর আগে কোম্পানিটির শেয়ারের লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শুরু করেছিল, যা বুধবার সম্পন্ন হয়। আগামী ২৯ আগস্ট থেকে কোম্পানিটি আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে। -অর্থনৈতিক রিপোর্টার ফ্লোর কিনবে ন্যাশনাল ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ফ্লোর কেনার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি ৫ হাজার ৬০০ বর্গফুটের ফ্লোর কিনবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ব্যাংকটি ঢাকা নওয়াবপুর রোডে ৬ তলা বাণিজ্যিক ভবন ফ্রেন্ডস টাওয়ারের দ্বিতীয় ও তৃতীয় তলা কিনবে। এই ফ্লোরের প্রতি বর্গফুটের দাম ১৮ হাজার টাকা। উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের অনুমতি সাপেক্ষে বংশাল রোড থেকে ব্যাংকের শাখা নওয়াবপুর রোডে শিফট করবে। -অর্থনৈতিক রিপোর্টার
×