ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

র্যাবের নিখোঁজ তালিকায় থাকা প্রকৌশলী রাহাত ফিরেছেন

প্রকাশিত: ০৯:২৬, ২৪ আগস্ট ২০১৬

র্যাবের নিখোঁজ তালিকায় থাকা প্রকৌশলী রাহাত ফিরেছেন

স্টাফ রিপোর্টার ॥ র্যাবের নিখোঁজ তালিকায় থাকা প্রকৌশলী রাহাত বিন আব্দুল্লাহ দুই মাস পর ফিরেছেন। মঙ্গলবার আচমকা তিনি তার অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করলে এ খবর জানা যায়। কে বা কারা তাকে খিলক্ষেতে নামিয়ে দিয়ে যায় বলেও জানান তিনি। রাহাত পরে নিজেই মোহাম্মদপুর থানায় হাজির হন। পুলিশ সূত্রে জানা গেছে, রাহাতের জঙ্গী কানেকশন রয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাহাতের বক্তব্যে অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদেও রাহাত কিছুদিন জঙ্গীবাদে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। রাহাতকে পুলিশের কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটে পাঠানো হয়েছে। রাহাতের গ্রামের বাড়ি যশোরে। তার পিতার নাম আব্দুল্লাহ বিন আকবর। রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিংয়ের একটি নির্মাণাধীন ভবনের প্রকৌশলী হিসেবে কাজ করতেন রাহাত। সাবলেট হিসেবে বসবাস করতেন পাশের এক বাসায়। গত ১৮ জুলাই থেকে তিনি নিখোঁজ ছিলেন।
×