ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘বিনিয়োগে আগ্রহী চীন, নিরাপত্তায় উদ্বেগ নেই’

প্রকাশিত: ০৮:২১, ২৩ আগস্ট ২০১৬

‘বিনিয়োগে আগ্রহী  চীন, নিরাপত্তায়  উদ্বেগ নেই’

বিডিনিউজ ॥ গুলশানে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে নিরাপত্তা নিয়ে বেজিংয়ের তরফ থেকে কোন উদ্বেগ আসেনি যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে বরং বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দেশটি। সোমবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে বৈঠক শেষে এ তথ্য জানান ইআরডির জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। গুলশানের ক্যাফেতে জঙ্গী আক্রমণের ঘটনায় চীনা প্রতিনিধি দল উদ্বিগ্ন কিনা জানতে চাইলে সচিব বলেন, ‘তারা এ বিষয়ে কিছুই বলেনি। কোন রকম উদ্বেগও প্রকাশ করেনি। তবে তারা এ দেশের বিনিয়োগ পরিবেশ প্রসঙ্গ তুলে জমি অগ্রিহণ ও জ্বালানি সরবরাহ- এ দুটি বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।’ তিনি বলেন, ‘প্রতিনিধি দল বাংলাদেশের কাছে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও আগ্রহ দেখিয়েছে।’ চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার গাও ইয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়; ঢাকায় চীনা দূতাবাসের কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
×