ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রথম ওয়ানডে জিতল অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৮:৪৩, ২২ আগস্ট ২০১৬

প্রথম ওয়ানডে জিতল  অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিতল অস্ট্রেলিয়া। জেমস ফকনারের (৪/৩৮) দুর্দান্ত বোলিংয়ে ৩ উইকেটে জয় তুলে নিল অসিরা। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল। ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়া। তবে স্বাগতিক শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায়। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। দীনেশ চান্দিমাল অপরাজিত ৮০ ও কুশাল মেন্ডিস ৬৭ রান করেন। ৪ উইকেট নেন ফকনার। আর ৩ উইকেট নিয়ে ৫২ ম্যাচে দ্রুততম একশ’ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন পেসার মিচেল স্টার্ক। ৫৩ ম্যাচে সেই ১৯ বছর আগে দ্রুততম একশ’ উইকেট শিকার করেছিলেন পাকিস্তানের সাবেক স্পিনার ‘দুসরা’র জনক সাকলায়েন মুশতাক। শ্রীলঙ্কার ছুড়ে দেয়া টার্গেট অতিক্রম করতে গিয়ে স্টিভেন স্মিথের ৫৮ ও এ্যারন ফিঞ্চের ৫৬ রানে ৭ উইকেট হারিয়ে ৪৬.৫ ওভারে ২২৮ রান করে জিতে যায় অস্ট্রেলিয়া।
×