ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

শেরপুরে অন্যের সাক্ষ্য দিতে গিয়ে ফেঁসে গেলেন এক নারী

প্রকাশিত: ০৪:৩৯, ১৭ আগস্ট ২০১৬

শেরপুরে অন্যের সাক্ষ্য দিতে গিয়ে ফেঁসে গেলেন এক নারী

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৬ আগস্ট ॥ শেরপুরে ছদ্মনাম ধারণ করে আদালতে জবানবন্দী দিতে গিয়ে ফেঁসে গেছেন আম্বিয়া খাতুন (৪৫) নামে এক নারী। মঙ্গলবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই ঘটনা ঘটে। আম্বিয়া খাতুন শহরের দিঘারপাড় মহল্লার মৃত ইয়ানুছ আলীর স্ত্রী। বিকেলে ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক কিরন শংকর হালদারের আদেশে ওই নারীকে থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা যায়, শেরপুর সদর উপজেলার গাজীরখামার গজারিয়া এলাকার হানিফ উদ্দিনের স্ত্রী মমতাজ বেগম ও ছেলে উজ্জল মিয়ার বিরুদ্ধে শহরের দিঘারপাড় মহল্লার বারেক বৈদেশীর মেয়ে ফুলবাসুরী খাতুনের দায়ের করা যৌতুকের দাবিতে নির্যাতনের মামলায় মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে বাদীপক্ষের সাক্ষ্য দেয় রোজিনা বেগম ও আজিরন বেগম নামে ২ মহিলা। কিন্তু আসামি পক্ষের আইনজীবী এম কে মুরাদুজ্জামানের জেরার জবাবে আজিরন বেগম সন্দেহমূলক কথাবার্তা বলায় আদালতের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অপর সাক্ষী রোজিনা বেগম জানান যে, একই এলাকার আম্বিয়া খাতুন সাক্ষী আজিরন বেগমের ছদ্মবেশ ধারণ করে সাক্ষ্য দিতে এসেছেন। পরে বিষয়টি মামলার বাদী ফুলবাসুরী খাতুন ও ভুয়া সাক্ষী আম্বিয়া খাতুনও স্বীকার করায় বিচারক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশে সোপর্দের আদেশ দেন। সাগরে আরও ৩ লাশ উদ্ধার ভারতীয় ট্রলারডুবি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলা সমুদ্রবন্দরের হিরণ পয়েন্ট থেকে ৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় ডুবে যাওয়া ‘এফবি মহা গৌরী’ নামে ভারতীয় ফিশিং ট্রলারের মধ্য হতে আরও ৩টি লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার মংলা কোস্টগার্ড সদস্যরা সুন্দরবন উপকূলের হিরণ পয়েন্টের অদূরে বঙ্গবন্ধু আইল্যান্ডে টেনে আনা ওই ডুবন্ত ট্রলারটির ইঞ্জিন রুম হতে এ লাশ উদ্ধার করে। তবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ওই ভারতীয় ফিশিং ট্রলার ও জেলেদের লাশ খুলনা জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া সকালে মহীপুর থেকে আরও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
×