ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে নিহত দুই বাংলাদেশীর জানাজা অনুষ্ঠিত ॥ মুসলিমদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়ার দাবি

আটক সন্দেহভাজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

প্রকাশিত: ০৪:২২, ১৭ আগস্ট ২০১৬

আটক সন্দেহভাজনের বিরুদ্ধে খুনের অভিযোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির কুইন্সের ওজোন পার্কে আল-ফোরকান মসজিদের ইমাম মাওলানা আলাউদ্দিন আকুঞ্জি (৫৫) ও তার সহকারী প্রতিবেশী মুসল্লি থেরাউদ্দিনের (৬৪) জানাজা ওজোন পার্ক এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এদিকে এ হত্যাকা-ের দায়ে গ্রেফতার সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে। ওজোন পার্ক এলাকায় শনিবার যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর আকুঞ্জি ও থেরাউদ্দিনকে প্রকাশ্যে মাথায় গুলি করে হত্যা করা হয়। খবর এনআরবি নিউজ, এএফপি ও ওয়েবসাইটের। জানাজার আগে এক শোক সমাবেশে ২০ হাজারের বেশি ক্ষুব্ধ জনতা গ্রেফতারকৃত ওই ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে সেøাগান দেয়। এক শোক সমাবেশে হত্যাকা-ের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো, সিটি কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার, সিটি পাবলিক এ্যাডভোকেট লেটিসা জেমস। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই কমিউনিটি এ্যাক্টিভিস্ট আকতার হোসেন বাদলের নেতৃত্বে ‘উই ওয়ান্ট জাস্টিস’ সেøাগান দেন সবাই। জানাজা শেষে থেরাউদ্দিনের লাশ নেয়া হয় লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্তানে। আকুঞ্জির লাশ বাংলাদেশে পাঠিয়ে দিতে নেয়া হয় জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে। এ হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনও স্পষ্ট না হলেও এ এলাকায় পুলিশের উপস্থিতি আরও জোরদার করা হবে বলে প্রতিশ্রুতি দেন নিউইয়র্ক সিটির মেয়র ব্লাসিয়ো। নিউইয়র্ক পুলিশ বিভাগের হুবার্ট রেয়েস বলেছেন, আটক ওই সন্দেহভাজন ব্রুকলিনবাসী অস্কার মোরেলের (৩৫) বিরুদ্ধে জোড়া খুন ও অবৈধ অস্ত্র রাখার দায়ে দুটি অভিযোগ আনা হয়েছে। পুলিশ বলেছে, এ হামলার পেছনে ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু পুলিশ এখনও পর্যন্ত হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) চীফ অব ডিটেক্টিভস বব বয়েস সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, পুলিশ একটি রিভলবার ও কিছু জামাকাপড় উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, দুই বাংলাদেশীকে হত্যার সময় এগুলো ব্যবহার করা হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, মোরেলের বাড়ির কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। ঘটনার দিনই এক সাইকেল আরোহীকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে পালানোর ঘটনায় মোরেলকে গ্রেফতারের পর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে শোকাহত মুসলিম জনগোষ্ঠীর বিচার পাওয়ার নিশ্চয়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে নিউইয়র্ক সিটির গোয়েন্দা প্রধান রবার্ট ব্রাইস বলেন, এখন পর্যন্ত আমরা যেসব তথ্যপ্রমাণ সংগ্রহ করতে পেরেছি তাতে আমাদের বিশ্বাস, তিনিই সেই ব্যক্তি। আকুঞ্জি ও থেরাউদ্দিনের হত্যাকা-ের প্রতিবাদ এবং কমিউনিটির নিরাপত্তায় যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবিতে বুধবার সন্ধ্যা ৬টায় ওজোন পার্কে আল-ফোরকান মসজিদসংলগ্ন এলাকায় বড় ধরনের একটি সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সোসাইটি। তদন্তে ‘সহায়তা দিতে প্রস্তুত’ বাংলাদেশ ॥ আকুঞ্জি ও থেরাউদ্দিন হত্যার নিন্দা জানিয়ে খুনিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বলেছে, ওই ঘটনার তদন্তে কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হলে তা করতেও বাংলাদেশ প্রস্তুত রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস সোমবার জানায়, গত শনিবারের ওই হত্যাকাে র ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়ে তাদের পরিবারকে বার্তা পাঠিয়েছেন রাষ্ট্রদূত জিয়াউদ্দিন। সেখানে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাচ্ছি। শান্তির পক্ষে এবং সব ধরনের সহিংসতার বিপক্ষে বাংলাদেশের অবস্থানের কথা তুলে ধরে জিয়াউদ্দিন তার বার্তায় বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। দুই বাংলাদেশিকে হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এ ঘটনার মধ্যে দিয়েই বোঝা যায় কেন এ ধরনের বিদ্বেষপূর্ণ হুমকির বিরুদ্ধে আমাদের সরকার ও সমাজের ঐক্যবদ্ধ থাকা উচিত।’ ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
×