ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুই সেঞ্চুরিতে অসিদের জবাব

প্রকাশিত: ০৬:২৭, ১৬ আগস্ট ২০১৬

দুই সেঞ্চুরিতে অসিদের জবাব

স্পোর্টস রিপোর্টার ॥ কলম্বো টেস্টে লড়াইটা হচ্ছে সমানে-সমান। দীনেশ চান্দিমাল (১৩২) ও ধনঞ্জয়া ডি সিলভার (১২৯) সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৩৫৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে অসিরাও পেয়েছে দুটি সেঞ্চুরি। শন মার্শ (১৩০) ও স্টিভেন স্মিথের (১১৯) চমৎকার ব্যাটিংশৈলীতে অলআউট হওয়ার আগে ৩৭৯ রান করে অতিথিরা। তৃতীয়দিন শেষে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সংগ্রহ ২২ রান। এখনও ২ রানে পিছিয়ে স্বাগতিকরা। ১ উইকেটে ১৪০ রান নিয়ে শুরু করা অস্ট্রেলিয়া বাকি ৯ উইকেট হারিয়ে এদিন আরও ২৩৮ রান যোগ করে। শুরু থেকেই স্বাগতিক বোলারদের হতাশায় ডুবিয়ে দুরন্ত ব্যাটিং উপহার দেন মার্শ-স্মিথ। দ্বিতীয় উইকেট জুটিতে ২৪৬ রান যোগ করেন দু’জনে, শ্রীলঙ্কার বিপক্ষে যে কোন উইকেট জুটিতে অসিদের এটি তৃতীয় সর্বোচ্চ রানের নজির। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পাওয়া মার্শ ১৯ চারের সাহায্যে ১৩০ রান করে আউট হন। ১০ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত ১১৯ রানে ফেরেন স্মিথ। আগেরদিনই ৪ হাজার রানের ল্যান্ডমার্ক অতিক্রম করা অস্ট্রেলীয় অধিনয়কের ১৫ নম্বর সেঞ্চুরি এটি। মনে হচ্ছিল, প্রতিপক্ষকে ছাড়িয়ে রানের পহাড়ে চড়বে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। কিন্তু এ জুটি ভাঙ্গার পর আর বড় ইনিংস আসেনি। মিচেল মার্শের ৫৩ উল্লেখ্য। শ্রীলঙ্কার হয়ে অভিজ্ঞ স্পিনার রঙ্গনা হেরাথ ৬ ও দিলরুয়ান পেরেরা নিয়েছেন ২টি করে উইকেট। ইতোমধ্যে ২-০তে সিরিজ খুইয়েছে স্মিথের দল। শেষ টেস্টেও হারলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারাবে অসিরা। মিসবাহর চোখে পাকিস্তানই সেরা স্পোর্টস রিপোর্টার ॥ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দলগুলোর মধ্যে লড়াইটা দারুণভাবে জমে উঠেছে। ইংল্যান্ড সফরে পিছিয়ে পড়েও ২-২এ ‘ইনভেস্টেক’ সিরিজ ড্র করেছে পাকিস্তান। ইউনুস খানের দুরন্ত ডাবল সেঞ্চুরি (২১৮) ও বল হাতে ইয়াসির শাহর (০+৫) ঘূর্ণিজাদুর সৌজন্যে ওভালের শেষ ম্যাচে চারদিনে ১০ উইকেটের দাপুটে জয় পেয়েছে অতিথিরা। ফলে পাকিরা র‌্যাঙ্কিংয়ে তিন নম্বর জায়গাটা আরও সুসংহত করেছে, যথারীতি চারে ইংল্যান্ড। শীর্ষ দুটি স্থানে অস্ট্রেলিয়া ও ভারত। দুটি দলই আবার এই মুহূর্তে খেলছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই দুই সিরিজ শেষে র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন আসতে পারে। পরিস্থিতি-পরিবেশের বিচারে পাকিস্তান যেভাবে খেলছে, তাতে সাদা পোশাকের ক্রিকেটে নিজেদেরই ‘এক নম্বরে’র মর্যাদা দিচ্ছেন অধিনায়ক মিসবাহ-উল হক। ‘২০০৯ সালের পর থেকে নিরাপত্তার কারণে ঘরের মাটিতে (পাকিস্তানে) খেলতে পারছি না। তারপরও আমরা ধারাবাহিক সাফল্য পাচ্ছি, এটা দারুণ। মূল কারণ আত্মবিশ্বাস। সিরিজ ২-২এ শেষ হয়েছে, তবে পাকিস্তানকেই আমি এক নম্বরের যোগ্য বলে মনে করছি।’
×