ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিল শিবির ক্যাডাররা

প্রকাশিত: ০৬:৩৬, ১৩ আগস্ট ২০১৬

সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিল শিবির  ক্যাডাররা

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের পৃথক তিনটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি শিবির ক্যাডার আব্দুল কাদিমকে গ্রেফতারের সময় জলঢাকা উপজেলায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে জামায়াত-শিবিরের অপর ক্যাডাররা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঘটনাটি ঘটে কাঁঠালী ইউনিয়নের চৌধুরীহাটে। জলঢাকা থানা সূত্রমতে, ঢাকার উত্তরার পূর্ব ও পশ্চিম থানায় জলঢাকার কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে বগুড়া আজিজুল হক কলেজের শিবিরের সাবেক সভাপতি আব্দুল কাদিম ওরফে আব্দুর কাদের ওরফে আব্দুল কাদিরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে পৃথক তিনটি মামলা হয়। ওই সব মামলায় পৃথকভাবে সাত বছর করে সাজা প্রদান করে আদালত। আসামি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামি ধরার সময় ওই এলাকার জামায়াত-শিবিরের লোকজন বাধা সৃষ্টি করে আসামি ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় কাঁঠালী ইউনিয়নের জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।
×