ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে কয়েক দফা বোমা হামলা

প্রকাশিত: ০৬:২৪, ১৩ আগস্ট ২০১৬

থাইল্যান্ডে কয়েক দফা বোমা হামলা

থাইল্যান্ডের পর্যটন শিল্প টার্গেট করে বৃহস্পতি ও শুক্রবার চালানো বোমা হামলায় চারজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন। হামলার আসল উদ্দেশ্য কি এবং কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। রাজধানী ব্যাংককের কাছে অভিজাত অবকাশ কেন্দ্র হুয়া হিনে বৃহস্পতিবার রাতের জোড়াবোমা হামলায় একজন নারী মারা যান, আহত হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে ৯ বিদেশী পর্যটক রয়েছেন। নিহত ওই নারী সেখানে একটি খাবারের স্টল চালাতেন। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে সিরিজ বোমা বিস্ফোরণ হয়। তাতে আরও তিনজন নিহত হন। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিস্ফোরিত বোমা দুটি গাছ লাগানোর পাত্রে ৫০ মিটার ব্যবধানে রাখা হয়েছিল এবং মোবাইলের মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে সেগুলোর বিস্ফোরণ ঘটানো হয়। এরপর শুক্রবার শহরটিতে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্যাংককের ক্লক টাওয়ারেও একটি বিস্ফোরণ ঘটে। একটি বিস্ফোরণ ঘটে সমুদ্রতীরবর্তী জনপ্রিয় পর্যটন আকর্ষণ ফুকেট দ্বীপের পাতঙ্গে। শুক্রবারের বিস্ফোরণগুলোয় অন্তত তিনজন নিহত হয়। বৃহস্পতিবারের হামলায় আহতদের মধ্যে জার্মান, ইতালীয়, ডাচ ও অস্ট্রীয়রা রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রানি সিরিকিতের ৮৪ তম জন্মদিনের আগে শুক্রবার সরকারী ছুটির মধ্যেই বিস্ফোরণের ঘটনাগুলো ঘটল। উল্লেখ্য, ব্যাংকক থেকে ২শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থিত হুয়া হিন অভিজাত ব্যাংককে একটি স্মৃতিসৌধে বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার ঘটনার বর্ষপূর্তির ঠিক আগে সর্বশেষ এই হামলার ঘটনা ঘটল। পর্যটন এলাকা ছাড়াও জায়গাটি রাজ পরিবারের গ্রীষ্মকালীন অবকাশ কেন্দ্র হিসেবেও পরিচিত। মোবাইল ফোনের সাহায্যে ওই বিস্ফোরণ ঘটানো হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন। থাইল্যান্ডে রাজপরিবারকে অত্যন্ত শ্রদ্ধার দৃষ্টিতে দেখা হয়। বিবিধ স্বাস্থ্যগত সমস্যা নিয়ে ৮৮ বছর বয়সী রাজা ভূমিবল আদুলাদেজ এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। দক্ষিণ এশিয়ায় জঙ্গী বিষয়ক বিশেষজ্ঞ জাচারি আবুজা বলেন, হুয়া হিনকে বিদ্রোহীদের হামলার টার্গেট বানানো খুব অস্বাভাবিক একটি ঘটনা। তিনি বর্তমান বস্টনের সাইমন্স কলেজের রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষতকতা করছেন। এদিকে রয়েল থাই পুলিশের শীর্ষ কর্মকর্তা কর্নেল কৃষ্ণা পাতানাচারেয়ন শুক্রবার বলেছেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা বলার সময় এখনও আসেনি। তবে আমরা নিশ্চিত এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের কোন সম্পর্ক নেই। হামলার দায়িত্ব কোন গোষ্ঠী স্বীকার করেনি। ব্যাংককে বিবিসির প্রতিনিধি জোনাথন হেড জানান, বোমা হামলাগুলোর নেপথ্যে বিচ্ছিন্নতাবাদীদের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় তিনটি প্রদেশে সরকারবিরোধী উগ্রপন্থীরা সক্রিয় থাকায় বোমা হামলা সেখানে নতুন কোন ঘটনা নয়। তবে পর্যটন এলাকায় এ ধরনের হামলা প্রায় নজিরবিহীন ঘটনা। থাই সামরিক জান্তা ও প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা সবাইকে শান্ত থাকার আহবান জানিয়ে বলেছেন, বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে। তবে এর পেছনে ঠিক কারা আছে সেটি তিনি জানেন না। তিনি বলেন, দেশ যখন স্থিতিশীলতার পথে এগিয়ে চলেছে, অর্থনীতি ও পর্যটন খাতে উন্নতি হচ্ছে তখন কেন এমন বোমা হামলার ঘটনাগুলো ঘটছে তার কারণ আপনারা খুঁজে বের করুন। সম্প্রতি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জঙ্গী হামলার ঘটনা বেড়ে গেলেও থাইল্যান্ড ছিল তুলনামূলকভাবে শান্ত। এ কারণে দেশটিতে পর্যটক আগমণে কোন ছেদ পড়েনি। আশা করা হচ্ছিল চলতি বছর দেশটিতে রেকর্ড ৩ কোটি ২০ লাখ পর্যটকের সমাগম ঘটবে।
×