ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গুলি বোমায় স্বর্ণের দোকান লুট, আহত ১০

প্রকাশিত: ০৫:৫৭, ১৩ আগস্ট ২০১৬

গাজীপুরে গুলি বোমায় স্বর্ণের দোকান লুট, আহত ১০

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে জুয়েলারি দোকানে শুক্রবার রাতে হাতবোমা ফাটিয়ে ও গুলি করে ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। এ সময় ডাকাত দলের ছোড়া গুলি ও বোমার স্পিøন্টারের আঘাতে মালিকের ছেলে সুব্রত ও কর্মচারী চন্দনসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, শ্রীপুর উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকায় ইয়াকুব আলী সুপার মার্কেটে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে সংঘবদ্ধ একদল ডাকাত ২০-২৫টি বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি ছুড়ে প্রথমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বোমা ফাটিয়ে এবং পিস্তল উঁচিয়ে মার্কেটের শংকরের মালিকানাধীন সঙ্গীতা জুয়েলার্সে প্রবেশ করে দোকানের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে ওই স্বর্ণের দোকান থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদের বাধা দিতে গিয়ে দোকান মালিকের ছেলে সুব্রত চন্দ্র দাস (৩২), কর্মচারী নয়ন চন্দ্র (১৭), লিটন মিয়া (৪২) এবং ওই মার্কেটের মুদি ব্যবসায়ী জাকির হোসেন (৩২) আহত হন। এছাড়া ডাকাতদের বোমা হামলা ও গুলিতে আতঙ্কিত হয়ে ছোটাছুটির সময় ও বোমার স্পিøন্টারে অন্তত ৬ জন আহত হন। দোকানের মালিক শংকর চন্দ্র দাস জানান, প্রথমে ডাকাত দলের ৮ জন ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি ককটেল ফাটিয়ে ও গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং দোকানের সবাইকে জিম্মি করে ফেলে। পরে তারা নগদ টাকা ও প্রায় দেড় শ’ ভরি স্বর্ণালঙ্কার ব্যাগে ভরে দ্রুত পালিয়ে যায়। শ্রীপুর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মাওনা-চৌরাস্তা এলাকায় সঙ্গীতা জুয়েলার্স নামের একটি দোকানে হাতবোমা ও গুলিবর্ষণের কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
×