ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ রুখতে তরুণদের বিতর্ক চর্চার আহ্বান ঢাবি ভিসির

প্রকাশিত: ০৮:২১, ১২ আগস্ট ২০১৬

জঙ্গীবাদ রুখতে তরুণদের বিতর্ক চর্চার আহ্বান ঢাবি ভিসির

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বিতর্ক চর্চার মাধ্যমে তরুণদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলে জঙ্গীবাদের উত্থান মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ‘দুর্জয় তারুণ্য-দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (ডিইউডিএস) যৌথ উদ্যোগে এ বিতর্কের আয়োজন করা হয়। উপাচার্য বলেন, আজকে অধ্যাপক হুমায়ুন আজাদের মতো মানুষ কিংবা সে চেতনার মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করতে হবে। নিজেদের পাশাপাশি, আশপাশের মানুষ এবং পুরো বিশ্ববাসীকে পথ দেখাতে হবে। সেটি হবে অবশ্যই যুক্তির মাধ্যমে। কারণ যুক্তির মাঝে স্বপ্ন বাঁচে। গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করাই লক্ষ্য জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপার্সন এ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, এটি মুক্তিযুদ্ধের অঙ্গীকার। এমন সমাজ হবে, যেখানে সব মানুষ নির্ভয়ে মতপ্রকাশ করতে পারবে। সেটি করতে হলে অবশ্যই সংস্কৃতিমনা, পরিশীলিত ও মার্জিত মনের মানুষ হতে হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি প্রতিরোধে আমরা এখনও ততটা সফল হইনি। জঙ্গীবাদ মোকাবেলায় তরুণদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে জঙ্গীবাদের কোন স্থান নেই। দুর্নীতি প্রতিরোধ আন্দোলনে তরুণদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি রায়হান শাননের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেনÑ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস, ডিবেটিং সোসাইটির মডারেটর মাহবুবা নাসরীন প্রমুখ।
×