ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আইটি ফার্ম বিদেশে ব্যয় করতে পারবে ২৫ হাজার ডলার

প্রকাশিত: ০৬:১৮, ১১ আগস্ট ২০১৬

আইটি ফার্ম বিদেশে ব্যয় করতে পারবে ২৫ হাজার ডলার

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের যে কোন আইটি বা সফটওয়্যার ফার্মের দেশের যে কোন ব্যবসায়িক কাজে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি ছাড়াই ২৫ হাজার ডলার ব্যয় করতে পারবে এক বছরে। এর আগে এ লিমিট ছিল ২০ হাজার ডলার। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বৈদেশিক মুদ্রায় নিয়োজিত দেশের সকল এডি অফিসগুলোকে এ কথা জানানো হয়েছে। আইটি বা সফটওয়্যার ফার্মগুলো তাদের ব্যবসায়িক কাজে যেমন বিদেশ ভ্রমণ, কোন এক্সপোর্ট প্রদর্শনী ও সেমিনারে অংশ নেয়া, নতুন অফিস খোলা বা তার পরিচালনা, কাঁচামাল আমদানি, মেশিনারিজ আমদানির মতো কিছু বিষয়ে দেশের বাইরে ২৫ হাজার ডলার ব্যবহার করতে পারবে। তবে এক বছরে এর চেয়ে বেশি খরচ করা যাবে না। এছাড়া কার্ডে আন্তর্জাতিক লেনদেনের সময় ২ হাজার ৫শ’ ডলার ব্যবহার করতে পারবে, যা আগে ছিল ২ হাজার ডলার। জেটডটকমকে কিনে নিচ্ছে ওয়ালমাট অর্থনৈতিক রিপোর্টার ॥ অনলাইন ভিত্তিক বিক্রয় প্রতিষ্ঠান জেটডটকমকে কিনে নিচ্ছে ওয়ালমার্ট। এর জন্য কোম্পানিটিকে গুনতে হচ্ছে প্রায় ৩৩০ কোটি ডলার। বিবিসি এক খবরে এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়, আমাজন ডটকমও একে কিনতে চেয়েছিল। কিন্তু নিলামে জেতে ওয়ালমার্ট। বাণিজ্য ওয়ালমার্ট একটি অন্যতম অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে টিকে থাকতে এ পর্যন্ত গজিয়ে ওঠা সম্ভাবনাময় ১৬টি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। কয়েক বছর ধরেই শীর্ষস্থানীয় অনলাইন বিক্রয় সাইট আমাজনের সঙ্গে পাল্লা দিয়ে ভোক্তা সেবা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে কোম্পানিটি।
×