ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

গুলশান হামলা ও পনের আগস্টের খুনীদের মধ্যে কোন পার্থক্য নেই ॥ মতিয়া

প্রকাশিত: ০৮:২০, ১০ আগস্ট ২০১৬

গুলশান হামলা ও পনের আগস্টের খুনীদের মধ্যে কোন পার্থক্য নেই ॥ মতিয়া

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এবং কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলাকারী জঙ্গী এবং পনের আগস্টের হত্যাকারীদের মধ্যে কোন পার্থক্য নেই। এরা একই ঘাতকের শক্তি। হলি আর্টিজানের হামলায় যেমন অন্তঃসত্ত্বা জাপানী নারী রেহাই পায়নি, তেমনি পনের আগস্টেও অন্তঃসত্ত্বা নারী আরজু মণিও রেহাই পায়নি। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বঙ্গমাতা বেগম মুজিবের আদর্শে বলিয়ান হয়ে মানবতাবিরোধী জঙ্গীবাদী অপশক্তিকে নির্মূল করার আহ্বান জানান। মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য এ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফজিলাতুন্নেসা ইন্দিরা, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিনু খান এমপি প্রমুখ। বঙ্গবন্ধুর সহধর্মিণীর নিভৃতচারী ভূমিকা তুলে ধরে মতিয়া চৌধুরী বলেন, ‘রেণু’ মানে ফুলের রেণু। যে রেণুর গন্ধ মানুষের জীবন ভরে তোলে। রেণুর মতোই তিনি বঙ্গবন্ধুসহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্র-জনতাকে নেপথ্য ভূমিকা দিয়ে সুগন্ধে ভরে তুলেছিলেন। আন্দোলন সংগ্রামে অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তিনি নিভৃতচারী হিসেবে ভূমিকা পালন করে গিয়েছেন। যেটা আমরা তার কাছ থেকে শিখতে পারি বলেও উল্লেখ করেন তিনি। নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই একাত্তরের ঘাতক, জঙ্গীবাদ ও মানবতাবিরোধীদের বঙ্গমাতা ফজিলাতুন্নেছা রেণুর আদর্শের শপথ নিয়ে মোকাবেলা করতে হবে। তার আদর্শের সাহস ও শক্তি দিয়ে তারই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদকে রুখে দিতে হবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন দলীয় নেতাকর্মীদের বঙ্গমাতার জীবনী পড়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা তার জীবনী থেকে শিক্ষা নেবেন। তার আদর্শে বলিয়ান হয়ে রাজনীতিতে এগিয়ে আসবেন। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত দেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানো এবং পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আর তার অংশ হিসেবেই তারা জঙ্গীবাদকে লালন-পালন করছে। দেশকে এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদের লালন-পালনকারী অপশক্তিকে উৎখাত করতে হবে।
×