ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাভেলা হত্যা মামলা বিচারিক আদালতে বদলির নির্দেশ

প্রকাশিত: ০৬:৩৬, ১০ আগস্ট ২০১৬

তাভেলা হত্যা মামলা  বিচারিক আদালতে বদলির নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলা বিচারিক আদালত মহানগর দায়রা জজে বদলির নির্দেশ দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট শেখ হাফিজুর রহমান। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মঙ্গলবার তিনি এ আদেশ দেন। পলাতক আসামি ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুম কমিশনার এবং সোহেল ওরফে ভাঙ্গীর সোহেলের পত্রিকায় বিজ্ঞপ্তির প্রতিবেদন সিএমএম আদালতে দাখিল হলে মামলাটি বিচারের জন্য প্রস্তুত হয়। গত ২৮ জুন কাইয়ুমসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট জমা দেয় ডিবি। বাকি ৬ জন হলেন এম এ কাইয়ুমের ভাই আবদুল মতিন, তামজিদ আহমেদ ওরফে রুবেল ওরফে শূটার রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল, মিনহাজুল আরেফিন রাসেল ওরফে ভাগনে রাসেল ও শাখাওয়াত হোসেন ওরফে শরিফ ও সোহেল ওরফে ভাঙ্গরী সোহেল। ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী তদন্ত শেষে চার্জশীট দেন। তামজিদ, রাসেল চৌধুরী, মিনহাজুল ও শাখাওয়াত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মতিনসহ স্বীকারোক্তিকারী চারজন কারাগারে এবং কাইয়ুম ও সোহেল পলাতক রয়েছেন। তাবেলা নেদারল্যান্ডস-ভিত্তিক আইসিসিও কো-অপারেশন নামের একটি বেসরকারী প্রতিষ্ঠানের প্রুফ (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচীর প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। চার্জশীটে বলা হয়, হামলাকারীদের লক্ষ্য ছিল একজন শ্বেতাঙ্গকে হত্যা করে দেশে-বিদেশে আতঙ্ক ছড়িয়ে দেয়া।
×