ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রংপুরে প্রভাষকের অন্তর্ধান

বগুড়া ও রাজশাহী থেকে দুই তরুণ রহস্যজনক নিখোঁজ

প্রকাশিত: ০৫:৩১, ১০ আগস্ট ২০১৬

  বগুড়া ও রাজশাহী  থেকে দুই তরুণ  রহস্যজনক নিখোঁজ

জনকণ্ঠ ডেস্ক ॥ বগুড়ার নিখোঁজ জুয়েলকে নিয়ে খোদ তার পরিবারের মধ্যেই বিরাজ করছে সন্দেহ। রংপুরে এক মাদ্রাসার প্রভাষক শাহনুর ম-ল প্রায় দেড় বছর ধরে তার কর্মস্থলে অনুপস্থিত। এ ব্যাপারে থানা পুলিশকে লিখিতভাবে অভিযোগ করেছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ। এদিকে বাড়ি থেকে হঠাৎ চলে যাওয়া লালনের এক মাসেও খোঁজ মেলেনি। খবর স্টাফ রিপোর্টার ও সংবাদদাতার। সূত্র জানায়, বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার জুয়েল ইসলাম (১৯) কি জঙ্গীদের খাতায় নাম লিখিয়েছে? এমন শঙ্কাই প্রকাশ করেছেন তার বাবা জহুরুল ইসলাম। প্রায় পাঁচ মাস ধরে সে নিখোঁজ রয়েছে। আগেও সে মাঝে মধ্যে নিখোঁজ হয়ে যেত। ফিরে এসে দিন কয়েক বাড়িতে থেকে ফের চলে যেত। এবার এখনও ফিরে আসেনি। জুয়েল কোথায় যেত তা জানতে চাইলে উত্তর দিত ঢাকায় কাজ পেয়েছে সেখানেই থাকে। কোথায় থাকে তা বলত না। অভিভাবকরাও ইতোপূর্বে বিষয়টি নিয়ে তেমন গা করেনি। সর্বশেষ পাঁচ মাস আগে জুয়েল তার বড় বোনকে বলে, ঢাকায় একটা কাজের সন্ধান পেয়েছে। কাজটি পেলে সে যোগদান করবে। কোথায় কাজ পেয়েছে তা জানায়নি। এর পর থেকে জুয়েল নিখোঁজ। তার কাছে কোন মোবাইল ফোন নেই। দেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে জঙ্গীদের খবর পড়ে জুয়েলের বাবার মনে সন্দেহ দেখা দিয়েছে তার ছেলেও বিপথে গেছে কি না! গেল কয়েকদিনে বিভিন্ন স্থানে অনেকে খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে জুয়েলের বাবা জহুরুল ইসলাম রবিবার বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, তার দুই ছেলে এক মেয়ের মধ্যে জুয়েল মেজ। প্রাইমারী পর্যন্ত লেখাপড়ার পর আর পড়েনি। ছোট ছেলে মুদি দোকানি। বড় মেয়ে নার্স। বগুড়া শজিমেক হাসপাতালের এমএলএসএস জহুরুল ইসলাম বলেন, তার ছেলের মধ্যে তেমন পরিবর্তন দেখেননি। তবে সন্দেহ হয়েছিল এই ভেবে ছেলে কি এমন কাজ করছে যা বলা যাবে না। রাজশাহী ॥ চারঘাট উপজেলার থানাপাড়া গ্রাম থেকে লালন উদ্দিন (১৮) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গত জুলাই মাসের প্রথম দিন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি লালন। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে ২ জুলাই লালনের সন্ধান চেয়ে চারঘাট মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তার মা হাওয়া বেগম। লালনের মা জানান, কাকরামারী এলাকার হাসিবুল ইসলাম নামের এক রাজমিস্ত্রির অধীনে গত বছর থেকে রাজশাহীর বাগমারা এলাকায় রাজমিস্ত্রির কাজ করত লালন। মাঝেমধ্যে বাড়িতেও আসত। তবে হঠাৎ গত জুন মাসের শেষ সপ্তাহে লালন বাগমারা এলাকা থেকে বাড়ি ফিরে আসে। পরে আর বাগমারায় কাজে যায়নি। রংপুর ॥ পীরগঞ্জ উপজেলা সদরের একটি মাদ্রাসার প্রভাষক শাহনুর ম-ল প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিতির ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই মাদ্রাসার অধ্যক্ষ। জানা গেছে, উপজেলার কাবিলপুর ইউনিয়নের বেতকাপা গ্রামের বাসিন্দা আজিজার রহমান ম-লের ছেলে শাহনুর ম-লকে ২০১১ সালের ১৫ নবেম্বর পীরগঞ্জ ফাজিল মাদ্রাসায় ইংরেজী বিষয়ের প্রভাষক পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগ পাবার পর তিনি স্ত্রী রেফা খাতুন, শ্যালিকা রেশমা খাতুনকে নিয়ে উপজেলা সদরের প্রজাপাড়া গ্রামের একটি বিলাসবহুল ভাড়া বাসায় বসবাস করতেন। শিক্ষকতার পাশাপাশি শাহনুর ম-ল সরকারী প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক পদে চাকরি প্রদানকারী চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের মাধ্যমে উক্ত মাদ্রাসার অধ্যক্ষসহ একাধিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের পুত্র-কন্যাকে চাকরি দেয়ার প্রলোভনে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেন। দীর্ঘদিনেও চাকরি না হওয়ায় এক সময় চাকরি প্রত্যাশীরা টাকা ফেরতের জন্য চাপ দেয়। একপর্যায়ে টাকা গ্রহণের বিষয়টি ফাঁস হয়ে পড়ে। ফলে অবস্থা বেগতিক দেখে প্রভাষক শাহনুর মাদ্রাসায় যাওয়া বন্ধ করে সপরিবারে গা ঢাকা দেন। পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম জানান, অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ টাকা নিয়ে শাহনুর পালিয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টাও চলছে।
×