ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আসিয়ানের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৮:৩৪, ৯ আগস্ট ২০১৬

আসিয়ানের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে ॥ পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, আসিয়ান দেশসমূহের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের অন্যতম প্রধান কাক্সিক্ষত বৈদেশিক নীতি। তিনি বলেন, ‘সার্ক ও বিমসস্টেকের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে আসিয়ান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বৃহত্তর সংশ্লিষ্টতা আঞ্চলিক যোগাযোগের উন্নয়ন এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধি সহায়তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী সোমবার ঢাকায় ইন্দোনেশীয় দূতাবাসে তৃতীয় এ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (এশিয়ান) পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ততায় একথা বলেন। আসিয়ান ঢাকা কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। খবর বাসসর।
×