ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নতুন চারটি ও একটি সংশোধিত প্রকল্প

একনেকে আজ উঠছে পাঁচ প্রকল্প

প্রকাশিত: ০৪:১৪, ৯ আগস্ট ২০১৬

একনেকে আজ উঠছে পাঁচ প্রকল্প

স্টাফ রিপোর্টার ॥ শস্য সংগ্রহ পরবর্তী সহযোগিতার মাধ্যমে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের দারিদ্র্য দূরীকরণের জন্য উদ্যোগ নিচ্ছে সরকার। এ সংক্রান্ত একটি নতুন প্রকল্প প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উঠছে। এছাড়া নতুন তিনটি ও একটি সংশোধিত প্রকল্পসহ মোট পাঁচটি প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য একনেকে তোলা হবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, নতুন অন্য তিনটি প্রকল্পÑ ফরিদপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প। স্থানীয় সরকার বিভাগ এটি বাস্তবায়ন করবে। চট্টগ্রাম জেলার উপকূলীয় এলাকা পতেঙ্গা, আনোয়ারা এবং পটিয়ার পোল্ডার পুনবার্সন প্রকল্প। এটি বাস্তবায়ন করবে পানি সম্পদ মন্ত্রণালয়। ফেনী জেলার সোনাগাজীতে ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুত ও ১০০ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুত কেন্দ্র স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ প্রকল্প। বিদ্যুত বিভাগ এটি বাস্তবায়ন করবে। এছাড়া প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকদের দারিদ্র্য দূরীকরণের প্রকল্পটি বাস্তবায়ন করবে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। জানা গেছে, একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আরও দুটি প্রকল্প প্রস্তাব আজ বৈঠকে উত্থাপন করা হবে। এগুলো হলোÑ নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর এলাকার শিয়ালজানি খালের উভয় তীরে দুই হাজার মিটার দৈর্ঘ্যে সিসি ব্লক ফেলে সুরক্ষা বাঁধ তৈরি প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার উপজেলা সদর হতে প্রত্যন্ত অঞ্চলে সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় যথাক্রমে এ দুটি প্রকল্প বাস্তবায়ন করবে।
×