ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বায়োনিক পাখি!

প্রকাশিত: ০৫:৩৪, ৮ আগস্ট ২০১৬

বায়োনিক পাখি!

প্রথম দর্শনে যে কেউ এটিকে পাখি বলে ধরে নেবে। কিন্তু আসলে তা নয়। এটি একটি বায়োনিক ড্রোন। মনে হবে ঠিক যেন মিশমিশে কালো একটা পাখি। এটি ওড়েও পাখির মতো। নাম দেয়া হয়েছে বায়োনিক বার্ড। বিজ্ঞানী এডউইন ভান রামবেক এই ড্রোন আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। কারণ পাখির চেহারায় এমন নিখুঁত ড্রোন এর আগে কেউ দেখেনি। আবার ছোট বলে একে দুর্বল ভাবার কোনো কারণ নেই। ঘণ্টায় ১২ মাইল বেগে ওড়ে এটি। আকাশে ওড়ার সময় পাখির মতো নিখুঁতভাবে ডানা ব্যবহার করে এই ড্রোন। এটির ওজন মাত্র ০.০২ পাউন্ড। পাখির মতো বাতাসে ভেসে সামনে এগোতে পারে, সাঁ সাঁ করে নিচের দিকে বা ওপরের দিকে উঠতে পারে এই ড্রোন। তবে সবচেয়ে সুবিধা হলোÑ এই ড্রোন চালাতে কোন অতিরিক্ত ডিভাইসের দরকার হয় না। হাতে একটি স্মার্টফোন থাকলেই চলে। মাত্র ১২ মিনিট চার্জ দিলেই এটির ব্যাটারি পূর্ণ হয়ে যায়। দামও হাতের নাগলে। মাত্র ১১০ ডলার। দুর্গম অঞ্চলে কোন কিছু খোঁজার জন্য এই ড্রোন কার্যকর। -ওয়েবসাইট অবলম্বনে।
×