ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুন্দরগঞ্জে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত

প্রকাশিত: ০৩:৫৩, ৮ আগস্ট ২০১৬

সুন্দরগঞ্জে যোগাযোগ  ব্যবস্থা বিপর্যস্ত

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা থেকে জানান, বন্যা পরবর্তী সুন্দরগঞ্জ উপজেলার চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় চরাঞ্চলের বানভাসি পরিবারগুলো আশ্রয় কেন্দ্র, বেড়িবাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি স্বজনদের বাড়ি হতে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। কিন্তু বন্যার স্রোতে রাস্তাঘাট ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিছিন্ন হয়ে পড়েছে। যার কারণে পারাপারে চরম ভোগান্তির শিকার হচ্ছে বানভাসিরা। পানি কমে যাওয়ায় কোথাও কোথাও নৌকা এবং কলার গাছের ভেলা ব্যবহার করা যাচ্ছে না। গৃহপালিত পশুপাখি এবং গৃহস্থালী মালামাল অতি কষ্টে বাড়ি নিতে হচ্ছে। এদিকে ঘরে ফেরা মানুষদের জন্য এই মুহূর্তে কর্মসংস্থান, খাদ্য, পানীয়জল, গবাদি পশুর খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ওষুধপত্রাদি জরুরী হয়ে পড়েছে। তাছাড়া যেসব গভীর, অগভীর নলকূপ পানিতে ডুবে গিয়েছিল সেগুলো সংস্কার অত্যন্ত জরুরী। বন্যাকবলিত এলাকাগুলোতে চর্মরোগ, সর্দি কাশিসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বেলকা ইউনিয়নের চরাঞ্চলের ৬টি ওয়ার্ডের সবগুলো সড়কেই বন্যার স্রোতে ধসে গেছে। যার কারণে এক চর হতে অন্য চরে যাওয়া আসা বন্ধ হয়ে গেছে। অপরদিকে বন্যার পানি নেমে গেলেও নদীর পানির তীব্র স্রোতে তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙ্গন বৃদ্ধি পেয়েছে। ফলে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার তীরবর্তী মানুষ নদী ভাঙ্গনে বসতবাড়ি ও জমাজমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। বন্যা পরবর্তী বানভাসি পরিবারগুলোর নদী ভাঙ্গন এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বন্দর, গো-ঘাট এলাকায় ব্রহ্মপুত্রের ভাঙ্গন তীব্র আকার ধারণ করায় ওই এলাকার ১শ’টি পরিবারের বসতবাড়ি বিপন্ন হয়ে পড়েছে। অনেক পরিবার পৈত্রিক ভিটা থেকে তাদের বসতবাড়ি ভেঙ্গে নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। ভাঙ্গন থেকে রক্ষা পেতে হিন্দু সম্প্রদায়ের লোকজন শনিবার সেখানে গঙ্গা পূজার আয়োজন করে। এছাড়া ফজলুপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেন, কুচখালি, চন্দনস্বর, পশ্চিম খাটিয়ামারি, উত্তর খাটিয়ামারি গ্রামের ৪শ’ ৮৫টি পরিবার গত এক সপ্তাহে নদী ভাঙ্গনে বসতবাড়ি হারিয়েছে। এছাড়া ওইসব এলাকায় এখনও তীব্র নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে।
×