ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইরানের এক পরমাণু বিজ্ঞানীর ফাঁসি

প্রকাশিত: ০৯:৪০, ৭ আগস্ট ২০১৬

ইরানের এক  পরমাণু  বিজ্ঞানীর ফাঁসি

জনকণ্ঠ ডেস্ক ॥ ২০১০ সাল থেকে আটক ইরানের এক পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর করা হয়েছে। তার পরিবার বিবিসিকে এ কথা জানিয়েছে। কাহরাম আমিরির মা বলেন, তার ছেলের লাশ তাদের নিজ শহরে আনা হয়েছে। আমিরি যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর তাকে গোপন স্থানে আটক রাখা হয়। তাকে সিআইএ জোরপূর্বক ধরে নিয়ে গিয়েছিল। ইরানের পরমাণু কর্মসূচী সম্পর্কে আমিরির গভীর জ্ঞান ছিল। ২০০৯ সালে মক্কায় হজ করতে যাওয়ার পর তিনি নিখোঁজ হন।
×