ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

আপীল বিভাগে নিষ্পত্তির হার বেড়ে কমছে মামলাজট

প্রকাশিত: ০৫:২৫, ৭ আগস্ট ২০১৬

আপীল বিভাগে নিষ্পত্তির হার বেড়ে কমছে মামলাজট

স্টাফ রিপোর্টার ॥ উচ্চ আদালতের কর্মঘণ্টা বাড়ানো, তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত, বিচার প্রশাসনে গতিশীলতা আনতে আপীল বিভাগের মামলা নিষ্পত্তির হার আগের চেয়ে বেড়েছে। এ বছরের জুন পর্যন্ত আপীল বিভাগে বিচারাধীন ছিল ১৩ হাজার ৮১ মামলা, যার মধ্যে গত ছয় মাসে নিষ্পত্তি হয় ৫ হাজার ৫২৫। ২০১৫ সালে দায়ের হয় ৮ হাজার ৭ মামলা, বছরটিতে ৯ হাজার ৯৯২ মামলা নিষ্পত্তি হয়। এর আগের বছর দায়ের হয় ৬ হাজার ৯১৯ মামলা আর নিষ্পত্তি হয় ৫ হাজার ৯১১। অর্থাৎ আপীল বিভাগের মামলার নিষ্পত্তির হার গত বছর ছিল ১২৪ দশমিক ৭৯ শতাংশ। আগের বছর যেখানে ছিল ৮৫ দশমিক ৪৩ শতাংশ। এ বিষয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেছেন, ‘আদালতের কর্মঘণ্টা বাড়ানোসহ দায়িত্ব গ্রহণের এক বছর সাত মাসে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেয়া নানা ইতিবাচক উদ্যোগ ও বিচারপতিদের নিরলস পরিশ্রমের ফলে আপীল বিভাগে মামলা নিষ্পত্তির হার ক্রমান্বয়ে বাড়ছে। ভবিষ্যতে এ হার আরও বাড়বে বলে আশা করছি।’ ২০১৬ সালের ১৭ জানুয়ারি বর্ষপূর্তি উপলক্ষে দেয়া এক বাণীতেও প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছিলেন, ‘প্র্যাকটিস ডিরেকশন ইস্যু বিভিন্ন উদ্যোগ এবং সুপ্রীমকোর্টের নিরবচ্ছিন্ন মনিটরিংয়ের ফলে বিচার কাজে ব্যয়িত কর্মঘণ্টা বৃদ্ধি পেয়েছে। ফলে মামলা নিষ্পত্তির হার বেড়েছে।’
×