ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভিসা আইন ভঙ্গের অভিযোগ প্রত্যাখ্যান ট্রাম্প পত্মীর

প্রকাশিত: ০৩:৫৯, ৬ আগস্ট ২০১৬

ভিসা আইন ভঙ্গের  অভিযোগ  প্রত্যাখ্যান ট্রাম্প পত্মীর

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প নিউইয়র্কে একজন মডেল হিসেবে কাজ করার সময় ভিসা আইন ভঙ্গের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি সব সময় অভিবাসন আইন মেনে চলেছেন। ১৯৯৫ সালে নিউইয়র্কে ফটোসেশনের সময় মেলানিয়া কি ধরনের ভিসা ব্যবহার করেছিলেন তা তিনি পরিষ্কার করে বলেননি। ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তবে এখন পর্যন্ত মেলানিয়া ট্রাম্পের আসলেই কি ধরনের ভিসা ছিল তা ট্রাম্পের শিবির স্পষ্ট করতে অস্বীকৃতি জানিয়েছে। মেলানিয়া বলেন, ১৯৯৬ সালে তিনি মডেল হিসেবে কাজ শুরু করেন। তবে নিউইয়র্কের একটি ট্যাবলয়েডে গত সপ্তাহান্তে তার যে নগ্ন ছবি প্রকাশিত হয়েছে তা সম্ভবত ১৯৯৫ সালে অধুনালুপ্ত একটি ফরাসী ম্যাগাজিনের জন্য তোলা হয়েছিল। মেলানিয়ার ছবি প্রকাশিত হওয়ার পর ওই সময় তার অভিবাসনের প্রকৃতি ও সে সময় তার কাজের অধিকার ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মডেলিং এজেন্সির মালিক পাওলো জামপল্লি বলেন, তিনি ১৯৯৬ সালে এইচআইবি ওয়ার্ক ভিসার জন্য মেলানিয়াকে স্পন্সর করেছিলেন। -এএফপি
×