ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আরএসও নেতা ছলাহুলসহ ৩ জঙ্গী কারাগারে

প্রকাশিত: ০৬:০৭, ২ আগস্ট ২০১৬

আরএসও নেতা ছলাহুলসহ ৩ জঙ্গী কারাগারে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফের বাহারছড়া শামলাপুরে গোপন বৈঠককালে আটক রোহিঙ্গা জঙ্গী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) নেতা হাফেজ ছলাহুল ইসলামসহ ৩ জনকে সোমবার কক্সবাজার আদালতে প্রেরণ করেছে পুলিশ। কক্সবাজার আদালতের (৩) হাকিম তৌহিদুল হক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এর আগে রবিবার রাত ১২টায় টেকনাফ বিজিবি সদস্যরা তাদের টেকনাফ থানায় সোপর্দ করে। বিজিবি সদস্য বাবুল মিয়া বাদী হয়ে ধৃত তিন জঙ্গী, টেকনাফ উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দিন, তার সহোদর বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিনসহ ৮জনকে পলাতক আসামি করে ১১জনের বিরুদ্ধে টেকনাফ থানায় এজাহার দায়ের করেন। সোমবার দুপুরে টেকনাফ থানা পুলিশ আসামিদের হাজির করে আদালতে ১০দিনের রিমা- চেয়ে আবেদন জানায়। কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল হক প্রত্যেককে ৭দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
×