ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

গাজীপুরে হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসি

প্রকাশিত: ০৪:৩৪, ১ আগস্ট ২০১৬

গাজীপুরে হত্যার দায়ে সৎ মায়ের ফাঁসি

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মেয়েকে হত্যার দায়ে সৎ মাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। রায়ে একই সঙ্গে দ-প্রাপ্ত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দ-প্রাপ্ত ওই নারীর নাম শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকি (৩০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার শ্যামপুর গ্রামের আক্কাস আলী হাওলাদারের মেয়ে। রবিবার জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় প্রদান করেন। জানা গেছে, ঢাকার কেরানীগঞ্জের অগ্রখোলা মোল্লা বাড়ি গ্রামের শফিউল আলম (সাগর) ১৮ বছর আগে টঙ্গীর এরশাদ নগর এলাকার নুরুল ইসলামের মেয়ে ফারজানা ইসলাম স্বপ্নাকে বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে সাদিয়া আলম জয়া (১৪) ও এহসানুল ইসলাম মাহিন (৮) নামে দুটি সন্তান রয়েছে। এরা টঙ্গীর আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকত। গত ৭ বছর পূর্বে স্ত্রী ফারজানাকে তালাক দেয় স্বামী শফিউল। পরে ২ বছর আগে শাকিলা জাহান মরিয়ম ওরফে খুকিকে বিয়ে করে ওই বাড়িতেই বসবাস করতে থাকে সফিউল। মেয়ে সাদিয়া আলম জয়া লেখা-পড়ার সুবিধার্থে বাবা ও সৎ মায়ের কাছে থাকত। বিষয়টি সৎ মা শাকিলা মেনে নিতে পারত না। গত বছরের ১৩ জুন সৎ মা শাকিলা ঘুমন্ত অবস্থায় চাপাতি ও ছোরা দিয়ে জয়াকে কুপিয়ে হত্যা করে।
×