ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৭ সাংবাদিক গ্রেফতারের নির্দেশ আদালতের

নিজেদের কাজে মন দিন ॥ পশ্চিমাদের এরদোগান

প্রকাশিত: ০৩:৫৫, ৩১ জুলাই ২০১৬

নিজেদের কাজে মন দিন ॥ পশ্চিমাদের এরদোগান

তুর্কী প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্রকে তাদের নিজেদের কাজে মন দিতে বলেছেন। তুরস্কের অভ্যুত্থানে জড়িত বলে সন্দেহভাজন ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ক্রমবর্ধমান দমন অভিযানের ব্যাপারে আদালতের ১৭ সাংবাদিককে গ্রেফতারের নির্দেশের বিষয়ে পাশ্চাত্য উদ্বেগ প্রকাশ করার পর এরদোগান এ কথা বলেন। এদিকে, দেশটির আদালত ১৭ সাংবাদিককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। খবর এএফপি। তুরস্কের অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে এ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে। আঙ্কারা অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করছে। অন্যদিকে, নির্মম অভিযান চলতে থাকায় দেশটির ইইউ সদস্য পদ লাভের সম্ভাবনা ঝুঁকির সম্মুখীন হতে পারে বলে ব্রাসেলস সতর্কবাণী উচ্চারণ করেছে। এরদোগান তার প্রেসিডেন্ট প্রাসাদে এক ভাষণে বলেন, কেউ কেউ উপদেশ দেন আমাদের। তারা বলেন, তারা উদ্বেগে রয়েছেন। আপনারা নিজের চরকায় তেল দিন। নিজেদের কর্মকা-ের দিকে তাকান। তিনি বলেন, ইইউ বা পাশ্চাত্য থেকে একজন মাত্র ব্যক্তিওতো এলেন না দুঃখ প্রকাশ করার জন্য। উপরন্তু, তারা বলেন যে, এরদোগান বেশ ক্রুদ্ধ হয়ে উঠেছেন। যে সকল দেশ বা নেতা তুরস্কের গণতন্ত্র, আমাদের জনজীবন ও তুরস্কের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন নন, তারা আমাদের মিত্র হতে পারেন না। অথচ তারা ‘অভ্যুত্থানকারীদের জীবন নিয়ে উদ্বিগ্ন। এরদোগান আইন অনুযায়ী সকল পদক্ষেপ গ্রহণে অঙ্গীকারাবদ্ধ। তুরস্ক কর্তৃপক্ষ তাই অভ্যুত্থানকারীদের জন্য যথাযথ আইনানুগ শাস্তির ব্যবস্থা করছে। এক তুর্কী কর্মকর্তা বলেছেন, আটককৃতদের মধ্যে ৩ হাজার ৫শ’ জনকে জিজ্ঞাসাবাদের পর মুক্তি দেয়া হয়েছে। ইইউয়ের এনলার্জমেন্ট কমিশনার জোহানেস হান বলেছেন, গ্রেফতারকৃত অভ্যুত্থান জড়িত থাকার দায়ে সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছে তা স্বচ্ছতার সঙ্গে দেখার প্রয়োজন রয়েছে তার। তিনি জার্মান দৈনিক সুয়েডয়েচ জেইটুংয়ে বলেন, এমনকি এতটুকুও যদি সন্দেহ দেখা দেয় যে, তাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে তা হলে পরিণাম দাঁড়াবে অপ্রত্যাশিত। গুলেনের সঙ্গে এ সাংবাদিকদের সম্পৃক্ততা রয়েছে বলেও মনে করে তুরস্ক। ২১ জন সাংবাদিককে শুক্রবার ইস্তান্বুলে এক বিচারকের সামনে হাজির করা হয়। আটকাবস্থায় তাদের রিমান্ডে নেয়ার সিদ্ধান্তের জন্য। মধ্যরাত পর্যন্ত শুনানির পর ৪ জনকে মুক্তি দেয়া হয়। কিন্তু ১৭ জনকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। সরকারী সংবাদ সংস্থা আনাদোলু এ কথা জানিয়েছে। এ গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন প্রবীণ সাংবাদিক নাজলি ইলিকাক। মুক্তিপ্রাপ্ত ৪ জনের মধ্যে রয়েছেন বিশিষ্ট ভাষ্যকার বুলেনত মুমে। এরদোগান বলেছেন, আমার বিরুদ্ধে অমর্যাদাকর পরিহাসের অভিযোগে দায়ের করা সকল মামলা আমি প্রত্যাহার করতে যাচ্ছি। তিনি তার এ পদক্ষেপকে সৌহার্দ্যরে নিদর্শন হিসেবেও উল্লেখ করেন।
×