ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিদাতাদের শাস্তি দাবি

প্রকাশিত: ০৪:০৭, ৩০ জুলাই ২০১৬

৫ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকিদাতাদের শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেনসহ চট্টগ্রামের পাঁচ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা ও হুমকিদাতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে চবি ডিনস কমিটি, বাঙালী জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ প্রগতিশীল শিক্ষক সমাজ (হলুদ দল), শিক্ষক সমিতি, অফিসার্স সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন ও চবি বঙ্গবন্ধু পরিষদ। শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনসমূহের নেতৃবৃন্দ বলেন, জঙ্গী ও সন্ত্রাসীরা দেশের বরেণ্য বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের হত্যার মাধ্যমে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের এ নীলনক্সা বাস্তবায়ন করতে দেয়া হবে না। জঙ্গীবাদ ও সন্ত্রাস কঠোরভাবে প্রতিহত করা হবে। বিবৃতিদাতারা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দেশের বরেণ্য বুদ্ধিজীবীদের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। বিবৃতিদাতারা হলেনÑ চবি ডিনস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোঃ সেকান্দর চৌধুরী, হলুদ দলের আহ্বায়ক প্রফেসর ড. সুলতান আহমেদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এএফএম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, অফিসার্স সমিতির সভাপতি একেএম মাহফুজুল হক খোকন ও সাধারণ সম্পাদক রশিদুল হায়দার জাবেদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. অরুণ কুমার দেব, কর্মচারী সমিতির সভাপতি (ভারপ্রাপ্ত) ওমর ফারুক ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমির হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি জোস মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মোঃ নুরুল আবছার।
×