ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কমলাপুর ডিপোর ম্যানেজার চেষ্টা করছেন দোষীদের রক্ষার

হামলাকারী কন্ডাক্টর হয়ে গেলেন বাসচালক!

প্রকাশিত: ০৭:১৩, ২৯ জুলাই ২০১৬

হামলাকারী কন্ডাক্টর হয়ে গেলেন বাসচালক!

স্টাফ রিপোর্টার ॥ কমলাপুর বিআরটিসি ডিপোতে বাস ঢুকিয়ে যাত্রীদের ওপর হামলা ও লাঞ্ছিত করার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের পর হোতা কন্ডাক্টর হয়ে গেলেন বাসচালক! বৃহস্পতিবার জনকণ্ঠের পক্ষ থেকে অনুসন্ধানে বাসটি শনাক্ত করা হয়েছে। মতিঝিল ডিপোর ডাবল ডেকার বাসটির নম্বর-ঢাকা মেট্রো-ব-১১-৬২০৪। বাসটি মতিঝিল থেকে বাইপাইল সড়কে চলাচল করে। প্রতিদিন সকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে বাসটি যাত্রা শুরু করে। সকালে দেখা গেছে, অভিযুক্ত কন্ডাক্টরকে বাসটি চালাতে। যিনি মঙ্গলবার ঘটনার দিন কন্ডাক্টরের দায়িত্ব পালন করেছেন। আগের চালক হয়েছেন কন্ডাক্টর। হেলপার যিনি ছিলেন তিনিই আছেন। ঘটনার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। কর্পোরেশনের ডিজিএম অপারেশন-১ খান কামাল উদ্দিনকে প্রধান করে এক সদস্যের কমিটি গঠন করা হয় বৃহস্পতিবার। দুই কার্যদিবস অর্থাৎ আগামী রবিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। প্রথম দিনেই তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন। এদিকে যাত্রীদের ওপর হামলাকারী কন্ডাক্টর ও ডিপো সংশ্লিষ্টদের রক্ষায় অবস্থান নিয়েছেন কমলাপুর ডিপোর ম্যানেজার আশরাফুল আলম। জানতে চাইলে সড়ক বিভাগের সচিব এমএন সিদ্দিক জনকণ্ঠকে বলেন, ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে বিআরটিসি চেয়ারম্যানকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার কথাও জানান তিনি। বলেন, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। অপরাধীদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। বিআরটিসির পরিচালক (অপারেশন) শামসুল আলম জনকণ্ঠকে বলেন, ইতোমধ্যে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। কমলাপুরের বিআরটিসি টার্মিনালের আনসার কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ইতোমধ্যে বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, কোন অবস্থাতেই অপরাধীদের ছাড় দেয়া হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমলাপুর ডিপো ম্যানেজার ঘটনা অস্বীকার করার চেষ্টা করছেন। হয়ত তিনি ঘটনার সময় ডিপোতে ছিলেন না অথচ জনকণ্ঠের কাছে ঘটনা স্বীকার করে বিষয়টিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। এদিকে যাত্রীদের ওপর হামলার হোতা বাস কন্ডাক্টরকে বৃহস্পতিবার সেই বাসের চালক দেখা গেছে এমন প্রশ্নে বিআরটিসির এই কর্মকর্তা বলেন, আমাদের চালকের সঙ্কট আছে। অনেক সময় কন্ডাক্টররাও বাস চালান। হয়ত অভিযুক্ত কন্ডাক্টরই চালকের কাজ করেন। ঘটনা তদন্তে দায়িত্বপ্রাপ্ত বিআরটিসি ডিজিএম অপারেশন-১ খান কামাল উদ্দিন জনকণ্ঠকে বলেন, বিআরটিসি চেয়ারম্যান দুই দিনের মধ্যে ঘটনা তদন্ত করে রিপোর্ট দিতে আমাকে নির্দেশ দিয়েছেন। সে অনুযায়ী আমি বৃহস্পতিবার কাজ শুরু করেছি। ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছি।
×