ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

১৩০ মিডিয়া বন্ধ ঘোষণা

তুরস্কে ১৪৯ জেনারেল বরখাস্ত

প্রকাশিত: ০৬:১০, ২৯ জুলাই ২০১৬

তুরস্কে ১৪৯ জেনারেল বরখাস্ত

তুরস্ক প্রায় ১৭০০ সেনা সদস্যকে বরখাস্ত এবং ১৩০টিরও বেশি মিডিয়া আউটলেট বন্ধ করে দিয়েছে। বরখাস্তকৃতদের মধ্যে ১৪৯ জন জেনারেলও রয়েছেন। বুধবার সরকারী সূত্রে এ কথা বলা হয়। এটি ছিল ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর দেশটির বিতর্কিত দমনাভিযানের পরবর্তী পর্যায়। এ কঠোর পদক্ষেপ আঙ্কারার ন্যাটো মিত্রদের মনে আশঙ্কার সৃষ্টি করেছে। খবর এএফপি ও টেলিগ্রাফের। এক তুর্কী সরকারী কর্মকর্তা বলেন, মোট ১৬৮৪ জন সেনা সদস্যকে অসম্মানের সঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে। এর কারণ হিসেবে ১৫-১৬ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানে তাদের ভূমিকার কথা উল্লেখ করা হয়। এ অভ্যুত্থানে সেনাবাহিনীর একটি উপদল সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করে। ওই ১৪৯ জনের মধ্যে স্থলবাহিনীর ৮৭ জন জেনারেল, বিমানবাহিনীর ৩০ জন জেনারেল ও ৩২ জন এ্যাডমিরাল রয়েছেন। এক কর্মকর্তা সরকারী গেজেটে প্রকাশিত এক ডিক্রি নিশ্চিত করে এ কথা জানান। এছাড়া ১০৯৯ জন অফিসার ও ৪৩৬ জন জুনিয়র অফিসারকেও বরখাস্ত করা হয়েছে বলে সরকারী ডিক্রিতে জানানো হয়। গেজেটে বলা হয়, কর্তৃপক্ষ তিনটি বার্তা সংস্থা, ১৬টি টেলিভিশন স্টেশন, ২৩টি রেডিও স্টেশন, ৪৫টি সংবাদপত্র, ১৫টি সাময়িকী ও ২৯টি প্রকাশনা সংস্থা বন্ধ করে দিয়েছে। সরকারের অভিযোগ এ অভ্যুত্থানের জন্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত তুর্কী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন দায়ী। তবে তিনি এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। অভ্যুত্থানে অন্ততপক্ষে ২৪৬ জন নিহত হয়। পাশাপাশি আহত হয় ২ হাজারেরও বেশি মানুষ। তবে কোন কোন গণমাধ্যম বন্ধ করে দেয়া হচ্ছে সেগুলোর নামের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। বেশ কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং সংস্থাকেও সরকার লক্ষ্যে পরিণত করেছে। দুই সেনাকর্মকর্তার স্বেচ্ছায় পদত্যাগ ॥ তুরস্কের সেনাবাহিনীর উচ্চপদস্থ ২ সেনা কর্মকর্তা চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। তাৎক্ষণিক তাদের অব্যাহতির কারণ জানা যায়নি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেয়া দুই সেনা কর্মকর্তা দেশটির ল্যান্ড ফোর্সের উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন।
×