ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

প্রকাশিত: ০৬:২১, ২৮ জুলাই ২০১৬

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে গ্রামীণফোন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন। কোম্পানিটি ১৩ লাখ ৮২ হাজার ১২৬টি শেয়ার লেনদেন করেছে, যার বাজারমূল্য ৩৯ কোটি ২ লাখ টাকা। ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার গ্রামীণফোনের শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৭০ পয়সা বা ২ দশমিক ৪ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২৮৫ টাকা ৪০ পয়সা দরে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মা ৬ লাখ ৩৩ হাজার ৩২৪টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ১৬ কোটি ৭৯ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক ৪৬ লাখ ৯৭ হাজার ৮৩টি শেয়ার লেনদেন করেছে। যার বাজারমূল্য ১৪ কোটি ৬১ লাখ টাকা। তালিকায় থাকা সিঙ্গার বিডি ১৩ কোটি ৩২ লাখ টাকা, একমি ল্যাব ১২ কোটি ২৩ লাখ টাকা, বিএসআরএম লিমিটেড ১২ কোটি ৯ লাখ টাকা, ব্র্যাক ব্যাংক ৯ কোটি ৭৯ লাখ টাকা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৯ কোটি ৭ লাখ টাকা, ডেল্টা ব্র্যাক হাউজিং ৮ কোটি ৫৯ লাখ টাকা ও সিভিও পেট্রো কেমিক্যাল ৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের দ্বিতীয় প্রান্তিকে প্রতিটি শেয়ারপ্রতি আয় হয়েছে ৩.৭৭ টাকা, যা আগের বছর একই সময়ে ছিল ৩.৮০ টাকা। অর্ধবার্ষিকীতে কোম্পানিটির ইপিএস দাঁড়ায় ৭.৯২ টাকা, যা আগের বছরে ছিল ৭.৭৬ টাকা। এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৮৫ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ৮ আগস্ট। কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি টাকা। কোম্পানিটির ৯০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালক, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫.৫৩ শতাংশ, বিদেশী ১.৮১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২.৬৬ শতাংশ শেয়ার রয়েছে। ইয়াকিন পলিমারের আইপিওতে ৮৮৯ কোটি টাকা জমা অর্থনৈতিক রিপোর্টার ॥ ইয়াকিন পলিমার লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৪৪ গুণের বেশি আবেদন পড়েছে। কোম্পানিটির আইপিওতে মোট ৮৮৯ কোটি টাকা জমা পড়ে। পোস্ট ইস্যু ম্যানেজার ইউনাইটেড কর্পোরেট এ্যাডভাইজরি সার্ভিসেস (ইউকাস) লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ততথ্য প্রক্রিয়াকরণের পর সেটি বিস্তারিত বলতে পারবে বলে জানিয়েছে ইউকাস। আর সেটি জানাতে আরও দুই তিন দিন সময় লাগতে পারে। ইতোমধ্যে ইয়াকিনের আইপিওর লটারির সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে। আগামী ১০ আগস্ট সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এ লটারি অনুষ্ঠিত হবে। তবে সব কিছু নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে লটারি করা হবে।
×