ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাজিরপুর যুদ্ধ দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশ

প্রকাশিত: ০৬:২৭, ২৭ জুলাই ২০১৬

নাজিরপুর যুদ্ধ দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৬ জুলাই ॥ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত হয়েছে। সকালে মুক্তিযোদ্ধারা নাজিরপুর বাজারের শহীদ স্মৃতিস্তম্ভে এবং পরে লেংগুরা গ্রামে সাত শহীদের সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে স্থানীয় মসজিদ ও মন্দিরে অনুষ্ঠিত হয় দোয়া ও বিশেষ প্রার্থনা। বিকেলে লেংগুরা উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ইউনিট কমান্ডার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস। উপজেলা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ, ইউএনও সাইদুজ্জামান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি চন্দন বিশ্বাস প্রমুখ। খুলনায় বেকারি মালিকদের ধর্মঘটের ডাক সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ বেকারি পণ্যের কাঁচামাল চিনি, তেলসহ অন্যান্য জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিন খুলনার সকল বেকারি-কারখানায় উৎপাদন ও পণ্য বাজারজাতকরণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে খুলনা জেলা বেকারি মালিক সমিতি। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সমিতির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেয়া হয়। সংবাদ সম্মেলনে একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে বেকারি মালিকদের হয়রানি বন্ধের দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি মোঃ শামসুল আলম। এ সময় সাধারণ সম্পাদক মোঃ মনির তালুকদার, দফতর সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বাকপ্রতিবন্ধী এই মেয়েটি কার? নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২৬ জুলাই ॥ রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠী গ্রামে তিন মাস আগে উদ্ধার বাক্প্রতিবন্ধী কিশোরী কার মেয়ে? ফাতেমা (১৪) নামের কিশোরীকে গত ২৯ এপ্রিল নৈকাঠী বাসস্ট্যান্ড থেকে এলাকাবাসী উদ্ধার করে ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ও পুলিশকে জানিয়ে হারুন অর রশিদের পরিবারে রাখা হয়। হারুন অর রশিদ কিশোরীকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে তার পরিচয় খোঁজার চেষ্টা অব্যাহত রেখেছেন কিন্তু এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। হারুন অর রশিদ (মোবাইল-০১৯১৮৮৫৭২৬৭) কিশোরীকে তার পরিবারের কাছে তুলে দিতে চেয়েছেন। অবশেষে ৫ বছর বাক্সবন্দী শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মংলায় অভিনব চিকিৎসায় পাঁচ বছর বক্সবন্দী শিশু অমৃত অবশেষে উদ্ধার হয়েছে। দৈনিক জনকণ্ঠে প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার শিশু অমৃত রায়কে উদ্ধার করে মংলা হাসপাতালে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডাঃ দীন মোহাম্মাদ নুরুল হকের নির্দেশে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে বাবা-মাসহ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য প্রাথমিক পর্যায়ে তাকে খুলনা আবু নাসের হাসপাতালে রেফার করার প্রক্রিয়া চলছে বলে মংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রভাষ কুমার দাশ জানান।
×