ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেল্টা লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

প্রকাশিত: ০৩:৪৩, ২৭ জুলাই ২০১৬

ডেল্টা লাইফের প্রিমিয়াম আয় বেড়েছে

বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় বেড়েছে। কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম আয় বেড়েছে ৪১ কোটি ৫৫ লাখ টাকার। আগের বছর একই সময় কোম্পানির প্রিমিয়াম আয় ছিল ৩৯ কোটি ১ লাখ টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের (জানুয়ারি-জুন’১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করলে এ তথ্য বেরিয়ে আসে। সূত্র জানায়, আলোচিত প্রান্তিকে কোম্পানির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৫ কোটি ৯৬ লাখ টাকা। আগের বছর তহবিলের পরিমাণ ছিল ৩ হাজার ৯২ কোটি ৪৫ লাখ টাকা। উল্লেখ্য, কোম্পানিটি গত ৩ মাসে (এপ্রিল,১৬-জুন) প্রিমিয়াম আয় করেছে ৭ কোটি ১২ লাখ টাকা। আর তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৫ কোটি ৯৬ লাখ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার মার্কেন্টাইল ব্যাংক উদ্যোক্তা শেয়ার বিক্রির ঘোষণা শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, কোম্পানির পরিচালক নাসিরউদ্দিন চৌধুরী নিজ প্রতিষ্ঠানের মোট ৫ লাখ শেয়ার ক্রয় করবেন। বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার ক্রয় সম্পন্ন করবেন বলে কোম্পানির পরিচালক নাছিল উদ্দিন। -অর্থনৈতিক রিপোর্টার
×