ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

ভিসেরা রিপোর্ট

দেড় বছরে পুলিশ নিশ্চিত হলো মেয়র গফুর হত্যার শিকার

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জুলাই ২০১৬

দেড় বছরে পুলিশ নিশ্চিত হলো মেয়র গফুর হত্যার শিকার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ মৃত্যুর দেড় বছর পর ভিসেরা রিপোর্টে রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা আব্দুল গফুরকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেয়া হয়েছে। সম্প্রতি পুলিশ ভিসেরা প্রতিবেদন হাতে পেয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মেয়র গফুর হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার মেয়রের কথিত স্ত্রী জান্নাতুন সালমা মীমকে রিমান্ডে নিয়েছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের ওসি মতিয়ার রহমান সোমবার এ তথ্য জানিয়েছেন। ওসি বলেন, কথিত চিকিৎসক জান্নাতুন সালমা মীমের তথ্যে মেয়র গফুরের লাশ পাওয়া গেলেও তিনি হত্যার বিষয়টি গোপন রেখেছিলেন। মেয়র হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে মীম পুলিশকে তথ্য দিয়েছিলেন। তবে ভিসেরা প্রতিবেদনে হত্যার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওসি মতিয়ার বলেন, সম্প্রতি তিনি জেলা গোয়েন্দা পুলিশে যোগদানের পর ভিসেরা প্রতিবেদন হাতে পেয়েছেন। প্রতিবেদন পাওয়ার পর ২১ জুলাই মামলার প্রধান আসামি জান্নাতুন সালমা মীমকে জিজ্ঞাসাবাদের জন্য ফের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। গত রবিবার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়। শুনানি শেষে আদালতের বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মেয়র গফুর ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন। জানুয়ারির ২ তারিখ পর্যন্ত পরিবার ও আত্মীয়দের সঙ্গে মোবাইলে মেয়রের যোগাযোগ হয়। এরপর ২২ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মোবাইলে মেসেজ আসে। পরে মেয়রের মোবাইলও বন্ধ হয়ে যায়। এতে সন্দেহ দেখা দেয়। মেয়র গফুরকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের কাছে টাকা দাবি করা হয়। এরপর থানায় জিডি করে তার পরিবার। জিডির পর পুলিশ প্রাথমিক তদন্তে নেমে কথিত চিকিৎসক জান্নাতুন সালমা মীমকে ৩১ জানুয়ারি ঢাকা থেকে আটক করে। এরপর সন্দেহভাজন মীমের দুই বোন জান্নাতুন নাইম ও জান্নাতুন ফেরদৌসকে নওগাঁ ও ঢাকা থেকে আটক করে আদালতে পাঠানো হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মীমের দেয়া তথ্যানুযায়ী আব্দুল গফুরকে ৭ জানুয়ারি হত্যার পর ঢাকার আজিমপুর গোরস্থানে দাফন করা হয়েছিল বলে পুলিশ তথ্য পায়। পবা থানা পুলিশের একটি দল গত বছরের ৩ মার্চ আজিমপুর গোরস্থান থেকে গফুরের লাশ উদ্ধার করে।
×