ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০০:৫৪, ২৪ জুলাই ২০১৬

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। সেখানে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। এদিন ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। রবিবারেও প্রধান বাজারে তিনটি কোম্পানির বিক্রেতাশূন্য অর্থাৎ দরবৃদ্ধির সর্বোচ্চ সীমায় লেনদেন হয়েছে। এর মধ্যে তিনটির রাষ্ট্রায়ত্ব চিনি শিল্পের প্রতিষ্ঠান। এগুলো হলো শ্যামপুর সুগার, ঝিল বাংলা ইন্ড্রাস্টিজ ও রেনউইক যজ্ঞেশ্বর। এর মধ্যে রেনউইক যজ্ঞেশ্বর ছাড়া বাকি দুইটিই লোকসানী প্রতিষ্ঠান। এবং কোম্পানি দুইটিই জেড ক্যাটাগরিতে রয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে ৩৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৬৮ কোটি ৯২ লাখ টাকার বা ১৭ শতাংশ কম লেনদেন। আগের দিন ডিএসইতে ৪০৭ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। রবিবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশিমিক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচকও দশমিক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭৮ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিএসআরএম লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, এসিআই ফর্মূলেশন, ডেল্ট্রা ব্র্যাক হাউজিং, মবিল যমুনা বিডি, মেঘনা পেট্রোলিয়াম, ইসলামী ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট ও লিন্ডে বিডি। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, মুন্নু স্টাফলারস, ইস্টার্ন ক্যাবলস, ন্যাশনাল টিউবস, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, আইসিবি এমএলসিএল ২য় মিউচুয়াল ফান্ড, লিগ্যাসি ফুটওয়ার ও ইভিন্স টেক্সটাইল। লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : বিডি থাই, সানলাইফ ইন্স্যুরেন্স, নদার্ন জুটস, ফাস্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, সোনারগাও টেক্সটাইল, এমারেল্ড ওয়েল, প্রগতি লাইফ, ১ম জনতা মিউচুয়াল ফান্ড, বিডি ফাইনান্স ও আনালিমা ইয়ার্ন। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৯৮ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো: হিডেলবার্গ সিমেন্ট, একমি ল্যাবরেটরিজ, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই ফর্র্মূলেশন, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক, মেঘনা লাইফ ও ইসলামী ব্যাংক।
×