ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুর্গম চরে লুকিয়ে পার পাওয়ার দিন শেষ জঙ্গীদের

দুর্গম চরে লুকিয়ে পার পাওয়ার দিন শেষ জঙ্গীদের

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ জুলাই ২০১৬

দুর্গম চরে লুকিয়ে পার পাওয়ার দিন শেষ জঙ্গীদের

সমুদ্র হক ॥ যমুনার চরে র‌্যাব পুলিশ বিজিবির যৌথ অভিযানে চরগ্রামের মানুষের মধ্যে আস্থা জন্মেছে যে দুর্গম এলাকায় জঙ্গী লুকিয়ে পার পাওয়ার দিন ফুরিয়েছে। এতকাল যারা জঙ্গীদের ভয়ে টু শব্দটি করত না তারাও এখন র‌্যাব মহাপরিচালকের সচেতনতামূলক বক্তব্য শুনে সাহসী হয়েছে। জঙ্গীরাও আগে যতটা নিরাপদ ভেবে চরে অবৈধ প্রশিক্ষণসহ নানা কাজে কোমলমতি কিশোরদের ব্যবহার করত তারাও বুঝে গেছে, যে কোন অভিযানে যে কোন সময় ধরা পড়বে। চরগ্রামের মানুষও জঙ্গীদের আশ্রয় প্রশ্রয় দিতে এখন হিসাব করবে। সোমবার বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটের যমুনার দুর্গম চরের ১৭টি গ্রামে র‌্যাব পুলিশ বিজিবির অভিযানের পর এলাকার মানুষের মধ্যে জঙ্গী দমনে ব্যাপক সাড়া পড়েছে। এতকাল তাদের ধারণাতেও ছিল না এভাবে র‌্যাব পুলিশ বিজিবির অন্তত ৯শ’ সদস্য সকল প্রস্তুতি নিয়ে যৌথ অভিযান চালাবে। কাজলার চরের কয়েকজন বললেন, চরে এত পুলিশ র‌্যাব বিজিবি এ যাবত দেখেননি। খুব বেশি হলে মাঝে মধ্যে পুলিশের স্পিডবোট টহল দিয়েছে। ঘটনার তদন্তে শ্যালো ইঞ্জিন ভাড়া করে পুলিশ গিয়ে অল্প সময় থেকে ফিরে গেছে। আর সোমবারের অভিযানে যৌথ বাহিনী দুই ভাগে বিভক্ত হয়ে ১৭ গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে অনুসন্ধান চালিয়েছে। এলাকার লোক যারা এত ফোর্স দেখে কিছুটা ভয়ও পেয়েছিল তাদের আশ্বস্ত করা হয়েছে এই বলে যে, জঙ্গী ও সন্ত্রাস দমনে সরকার তাদের পাশে আছে। চরের মানুষের সহযোগিতায় জঙ্গী দমন সহজ হবে এই কারণে যে, ওরা (জঙ্গী) সংখ্যায় বেশি নয়। সাধারণ মানুষ একজোট হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে ঝাঁপিয়ে পড়লে জঙ্গী আস্তানা নির্মূল হতে সময় নেবে না। বগুড়ার যমুনার চরে যে জঙ্গী ট্রেনিং হতো তা অনেক আগেই এলাকার মানুষ আঁচ করেছে। বিচ্ছিন্নভাবে তা জেনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
×