ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাল প্রযোজনাগুলো বেশি বেশি মঞ্চায়ন করতে হবে ॥ রামেন্দু মজুমদার

প্রকাশিত: ০৪:১৩, ২৩ জুলাই ২০১৬

ভাল প্রযোজনাগুলো বেশি বেশি মঞ্চায়ন করতে হবে ॥ রামেন্দু মজুমদার

বাংলাদেশের প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। শুধুমাত্র সাংস্কৃতিক ও নাট্য আন্দোলন, মঞ্চাভিনয় বা নির্দেশনা নয়, বাংলা নাটককে বিশ্ব দরবারে তুলে ধরতে অবিভাবকের ভূমিকা পালন করছেন ৫ দশকেরও বেশি সময় ধরে। নাটক লেখা, অনুবাদ, নাট্যরূপ কোনটাতেও তাঁর শিল্পশৈলীর কমতি নেই। নাট্য সংগঠন থিয়েটার দলপ্রধান এই শিল্পী আইটিআই সাম্মানিক সভাপতি। দলের প্রযোজনায় আগামীতে মঞ্চে আসছে নতুন নাটক। থিয়েটার স্কুল, নতুন প্রযোজনা, থিয়েটার পত্রিকা ও বর্তমান মঞ্চ নাটকের বিভিন্ন বিষয় নিয়ে গুণী এই নাট্যযোদ্ধার সঙ্গে কথা হয়। থিয়েটার প্রযোজনায় মঞ্চে নতুন কি নাটক আসছে? রামেন্দু মজুমদার : থিয়েটার দলের সর্বশেষ প্রযোজনা ছিল ‘মায়ানদী’। এবার নতুন একটি নাটক মঞ্চে আনার কাজ চলছে। শেক্সপিয়রের কমেডি অব এরারসের বাংলা গদ্য রূপান্তর করেছিলেন বিদ্যাসাগর ‘ভ্রান্তিবিলাস’ নাম দিয়ে। সেটার আমি নাট্যরূপ দিচ্ছি। আমারই নির্দেশনায় সে প্রযোজনার কাজ শুরু করব দিন পনেরো পরে। শেক্সপিয়রের মৃত্যুর ৪০০ বছর উপলক্ষে আমাদের শ্রদ্ধার্ঘ। মহিলা সমিতিতে থিয়েটার স্কুল নবরূপে এসেছে এ বিষয়ে কিছু বলুন। রামেন্দু মজুমদার : আমরা অনেক আশা নিয়ে থিয়েটার স্কুলকে মহিলা সমিতির সুন্দর পরিবেশে স্থানান্তরিত করেছি। আমাদের সাধ্যের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। এখন আশা করব ২৬তম ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হবে। এ ব্যাচে ভর্তির শেষ তারিখ ২৫ জুলাই। ১৮ থেকে ৩৫ বছর বয়সী উচ্চমাধ্যমিক উত্তীর্ণ যে কেউ আবেদন করতে পারবে। আমরা পাঠ্যসূচিতেও পরিবর্তন এনেছি যাতে শিক্ষার্থীরা আরও আগ্রহ বোধ করে। তবে কষ্ট পাই যখন দেখি দীর্ঘমেয়াদী কোর্সের চেয়ে শিক্ষার্থীরা তিন মাস বা ছয় মাসের সংক্ষিপ্ত কোর্সে বেশি আগ্রহী। থিয়েটার স্কুলের এক বছর মেয়াদী কোর্স সম্পর্কে বলুন। রামেন্দু মজুমদার : এই কোর্সে সপ্তাহে তিন দিন তিন ঘণ্টা করে প্রতিদিন ক্লাস হয়। ৩০ ভাগ তত্ত্বীয়। বাকি ৭০ ভাগই ব্যবহারিক। আমরা শিক্ষার্থীদের নাটকের বিভিন্ন বিষয়ে একটা প্রাথমিক জ্ঞান দেয়ার চেষ্টা করি। থিয়েটার পত্রিকার দীর্ঘ পথচলা নিয়ে বলুন। রামেন্দু মজুমদার : থিয়েটার পত্রিকা ৪৪ বছর পেরুলো। এই পত্রিকা যে এতদিন চালাতে পেরেছি, এটা আমাদের একটা বড় গর্বের জায়গা। এর জন্য আমাদের লেখক, পাঠক এবং বিজ্ঞাপনদাতাদের কৃতজ্ঞতা জানাই। পূর্ণকালীন কোন কর্মী নেই বলে নিয়মিত প্রকাশ করতে পারি না। প্রভাতকুমার দাস ‘থিয়েটার পত্রিকার চল্লিশ বছর’ নামে চমৎকার একটি গবেষণামূলক বই লিখেছেন। ‘থিয়েটার’ সম্পাদনার বিষয়টি আপনার মধ্যে আসল কিভাবে? রামেন্দু মজুমদার : আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল পত্রিকা প্রকাশের। ছাত্রজীবনেও আমার জেলা শহর লক্ষ্মীপুর থেকে সাপ্তাহিক পত্রিকা প্রকাশের চিন্তা করি। শেষ পর্যন্ত বাংলাদেশ হওয়ার পরপরই মনে হলো নাটক সংক্রান্ত কোনো পত্রিকা নেই সুতরাং আমরা যদি কেবল নাটক নিয়ে একটি পত্রিকা বের করতে পারি। সেই চিন্তা থেকেই আমরা থিয়েটার পত্রিকা প্রকাশের উদ্যোগ নেই। যখন থিয়েটার নাট্যদল গঠন করলাম তখন উদ্দেশ্য ছিল দুটি। একটি হলো- নিয়মিত নাটক মঞ্চায়ন, আরেকটি হলো-নাটকবিষয়ক একটি গ্রন্থ প্রকাশ। সে ইচ্ছে থেকেই আমরা ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে সিদ্ধান্ত নিলাম এবং নবেম্বরে বাংলাদেশের প্রথম নাটকের পত্রিকা ‘থিয়েটার’ প্রকাশ হয়। বর্তমানে নাট্য প্রযোজনার মান নিয়ে আপনার বক্তব্য কি? রামেন্দু মজুমদার: অনেক নাটক হচ্ছে। পরিমাণ যখন বেড়ে যায় তখন গুণগত মান একটু কমে যায় বৈকি। বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ও নতুন দল গুরুত্বপূর্ণ ও মানসম্পন্ন প্রযোজনা মঞ্চে এনেছে। তবে অনেক সাধারণ মানের নাটকের ভিড়ে সেগুলো দর্শকের নজরে আসছে না। ভাল প্রযোজনাগুলো যেন বেশি বেশি মঞ্চায়ন করতে হবে। আইটিআই কার্যক্রম সম্পর্কে কিছু বলুন। রামেন্দু মজুমদার : ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট (আইটিআই) ১৯৪৮ সালে ইউনেস্কোর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। তখন উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে নাট্যকর্মীদের মাঝে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়। এর লক্ষ্য বিশ্বশান্তির নিশ্চিতে কাজ করা। এই সংগঠনের প্রতিষ্ঠালগ্নে মাত্র ১২ দেশ এর সদস্য ছিল। ধীরে ধীরে এ ব্যাপ্তি বেড়েছে। বর্তমানে প্রায় ১০০টি দেশে এর জাতীয় কেন্দ্র রয়েছে। প্যারিসের ইউনেস্কোর ভবনেই এর প্রধান কার্যালয়। বিভিন্ন দেশে যে জাতীয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তাদের নিজস্ব নিয়মে চলে। এতে হচ্ছে কী, আমরা যেমন নিজ দেশের নাট্যচর্চাকে বেগবান করতে চাই, অন্যদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা যোগাযোগ করতে চাই। ১৯৮২ সালে আমরা আইটিআই বাংলাদেশ কেন্দ্র প্রতিষ্ঠা করি। তারপর থেকে এ পর্যন্ত বেশ কিছু নাট্যোৎসবে ও সেমিনারে অংশগ্রহণ করি। অনেক প্রকাশনা আমরা করেছি আইটিআইয়ের বাংলাদেশ কেন্দ্র থেকে। বাংলাদেশ আইটিআইর আগামী পরিকল্পনা কি? রামেন্দু মজুমদার : বাংলাদেশ আইটিআই আগামীতে একটা একক নাটকের আন্তর্জাতিক উৎসব করবে। আগামী বছরের মার্চে তা হবে। -গৌতম পান্ডে
×