ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু ॥ ধামাচাপার চেষ্টা

প্রকাশিত: ০৪:৩৪, ২২ জুলাই ২০১৬

নারী শ্রমিকের  রহস্যজনক মৃত্যু ॥ ধামাচাপার চেষ্টা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২১ জুলাই ॥ সাভারে একটি তৈরি পোশাক কারখানার ভেতরে কোহিনুর বেগম (৩৬) নামের এক নারী শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করলে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের পিটুনিতে আহত হন ১০ শ্রমিক। কারখানা কর্তৃপক্ষ ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে। বুধবার রাতে পৌর এলাকার উলাইল কর্ণপাড়া মহল্লার ‘কে এল ডিজাইন’ নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বুধবার দুপুরে ওই পোশাক কারখানার অপারেটর পদে কর্মরত নারী শ্রমিক কোহিনুর হঠাৎ করে কারখানার ভেতরে অসুস্থ হয়ে পড়েন। কোহিনুর কারখানা কর্তৃপক্ষের কাছে অসুস্থতার জন্য ছুটি চাইলে কর্তৃপক্ষ ছুটি না দিয়ে তাকে চড়-থাপ্পড় মেরে কারখানার ভেতরে আটকে রাখে। রাতে কারখানার ভেতরেই তিনি মারা যান। এ ঘটনায় রাতেই বিক্ষুব্ধ শ্রমিকরা কোহিনুরের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করলে ওই কারখানার উপরে অবস্থিত ‘প্রতীক এ্যাপারেলস্’ কারখানার কমপ্লায়েন্স ম্যানেজার সোনিয়ার ভাড়াটে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে হামলা করে ১০ শ্রমিককে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
×