ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সেই কলেজছাত্রী প্রেমের টানে ঘর ছেড়েছিল

প্রকাশিত: ০৪:৩৯, ২১ জুলাই ২০১৬

সেই কলেজছাত্রী প্রেমের টানে ঘর ছেড়েছিল

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ থানায় এসে হাজির শ্রীনগরের সেই কলেজছাত্রী নুরুন নাহার ইরাকে বুধবার আদালতে পাঠানো হয়েছে। তার আশ্রয় এখন জেলহাজতে। প্রেমের টানে বিদ্যালয়ের শিক্ষকের হাত ধরে ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল ইরা। পুলিশের তদন্তে এমনটি প্রমাণ হলেও স্বামীর কাছে ইরাকে ফেরত দেয়নি পুলিশ। ইরার বাবা-মার কাছে তাকে ফেরত দিতে চাইলেও পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করায় বাবা-মা তাকে ফেরত নিতে চায়নি। এ নিয়ে মেয়ের সাথে শ্রীনগর থানায় বাবা-মায়ের দীর্ঘ মান-অভিমান চলে। কিন্তু কোন কিছুতেই বাবা-মা মেয়েকে গ্রহণ করতে রাজি না হওয়ায় অবশেষে বুধবার তাকে নিরাপত্তা হেফাজতে নিতে আদালতে পাঠায় শ্রীনগর থানা পুলিশ। কক্সবাজারে বাদী শ্রীঘরে স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিথ্যা মামলা দায়ের করে নিরীহ লোকজনকে ঘায়েল ও হয়রানি করার অপরাধে বাদীকে শ্রীঘরে পাঠিয়েছেন আদালতের হাকিম। ভুয়া মামলা দায়ের ও কক্সবাজার আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ার তথ্য উদঘাটন হওয়ায় মামলার বাদীকে বুধবার দুপুরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের হাকিম কারাগারে প্রেরণের এ আদেশ দেন। সেতু উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২০ জুলাই ॥ উপজেলার ভুলতা-মুড়াপাড়া সড়কের বানিয়াদী ঠাকুর বাড়িরটেক নবনির্মিত সেতুর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) সেতুটি উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ আলমাছ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন প্রমুখ। অবশেষে খেলার মাঠ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে মাকহাটি জিসি উচ্চ বিদ্যালয়ে খেলার মাঠ উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয়টিতে মাঠ না থাকায় পাশে সরকারী নিচু জমি ভরাট করে মাঠ উপযোগী করা হয়। ৬০ বছরের এই প্রাচীন বিদ্যালয়টিতে খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা নানাভাবে বঞ্চিত হচ্ছিল। বুধবার আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সাইফুল হাছান বাদল ও পৌর মেয়র মোঃ ফয়সাল বিপ্লব। মাঠ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
×