ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

২ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ইন্ডিয়া ইটমি ২০১৬’

প্রকাশিত: ০৪:৩৩, ২১ জুলাই ২০১৬

২ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ইন্ডিয়া ইটমি ২০১৬’

ভারতের বোম্বে কনভেনশন এ্যান্ড এক্সিবিশন সেন্টারে ২ ডিসেম্বর শুরু হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল টেক্সটাইল মেশিনারি প্রদর্শনী ‘ইন্ডিয়া ইটমি ২০১৬’। ছয় দিনব্যাপী এ প্রদর্শনীতে বিশ্বের ৩৭টি দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিল্পের ১৬২টি কোম্পানি অংশ নেবে। গত মঙ্গলবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান ই-ইটমির স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান সঞ্জিব লাঠিয়া। এ সময় তিনি জানান, প্রদর্শনীতে ২৫টি নতুন টেক্সটাইল পণ্য প্রথমবারের মতো দর্শনার্থীদের সামনে আনা হবে। প্রদর্শনীতে বিভিন্ন দেশের টেক্সটাইল শিল্পের উদ্যোক্তা, বিনিয়োগকারী, ক্রেতা, ডিস্ট্রিবিউটর, ডিলার, এজেন্ট এক ছাদের নিচে একত্রিত হবেন, যা প্রত্যেকের জন্য যৌথ বিনিয়োগ, পণ্যের নতুন বাজার ও ক্রেতা তৈরির সুযোগ সৃষ্টি করবে। -অর্থনৈতিক রিপোর্টার ভারতে ৪৩ হাজার কোটি রুপী কালো টাকার হদিস ৪৩ হাজার কোটি রুপী বা বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫০ হাজার কোটি কালো টাকার হদিস পেয়েছে ভারত সরকার। গত মঙ্গলবার দেশটির অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সন্তোষ কুমার পার্লামেন্টে এ তথ্য জানিয়েছেন। গত দুই বছরে এই বিপুল পরিমাণ অপ্রদর্শিত অর্থের সন্ধান পেয়েছে দেশটি। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত দুই অর্থবছরে মোট ৯ হাজার ৪৫৭টি ঘটনার উপর ৯৯০টি জরিপ চালিয়ে বিপুল পরিমাণ কালোটাকার সন্ধান পাওয়া যায়। রাজ্যসভায় লিখিত বক্তব্যে সন্তোষ কুমার বলেন, দেশজুড়ে কালোটাকার সন্ধান পেতে সরকার ২০১৫ সালে একটি আইন প্রণয়ন করেছে। ওই আইনে অপ্রদর্শিত বৈদেশিক আয় এবং সম্পদসহ দেশের ভেতরে থাকা কালো টাকার উপর সরকার নির্দেশিত পন্থায় ট্যাক্স দেয়ার সুযোগ উন্মুক্ত রাখা হয়। এ সুযোগ ২০১৫ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হয়েছিল। -অর্থনৈতিক রিপোর্টার
×