ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জের রাজপথে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

প্রকাশিত: ২৩:০১, ১৯ জুলাই ২০১৬

হবিগঞ্জের রাজপথে জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ ‘জেগে উঠো মানবতা, রুখে দাঁও জঙ্গীবাদ’ এমন দীপ্ত শ্লোগানের ব্যানার নিয়ে হবিগঞ্জ শহরের রাজপথে নামলো শত শত নারী-পুরুষ। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় শহরের এম সাইফুর রহমান টাউন হল সম্মুখস্থ প্রধান সড়কে দীর্ঘ মানববন্ধন, মৌন মিছিল এবং সন্ধ্যায় আর ডি হল প্রাঙ্গন মাঠে এক আলোচনা সভা সহ জঙ্গীবাদ বিরোধী কবিতা আবৃত্তি, নৃত্য ও প্রতিবাদী গণসঙ্গীতের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট, হবিগঞ্জ। এতে অংশ নেন, জীবন সংকেত নাট্য গোষ্ঠী, খোয়াই থিয়েটার, বর্ণমালা খেলাঘর আসর, ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাউল শিল্পী গোষ্ঠী সহ জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সহ সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত গণমান্য ব্যক্তিবর্গ এবং সাধারন মানুষ। মানববন্ধন ও মৌন মিছিল শেষে শহরের আরডি হল প্রাঙ্গন মাঠে অনুষ্ঠিত সভায় অন্যান্যের বক্তব্য রাখেন, সর্বজ্বন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননেতা শহীদ উদ্দিন চৌধুরী, হেফাজত বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা জননেতা আতাউর রহমান সেলিম, প্রাবন্ধিক কবি এম এ রব, কবি তাহমিনা বেগম গিনি, ঘাদানিক নেতা সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, যুক্তরাজ্যস্থ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী এম এ মুমিন চৌধুরী বুলবুল, চিত্র শিল্পী আলাউদ্দিন আহমদ, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, নাট্য অভিনেতা শান্তনু, বিশিষ্ট আইনজীবি হুমায়ূন কবীর সৈকত, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি কবির , বিশিষ্ট চিকিৎসক অসিত কুমার, রাজনৈতিক ব্যক্তিত্ব হুমায়ূন খান, রাজনৈতিক ব্যক্তিত্ব কামরুল ইসলাম, ইন্স্যুরেন্স কর্মকর্তা দিপুল রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব অনুপ কুমার দেব মনা, মুক্তিযোদ্ধা সন্তান অপু চৌধুরী, ব্যাংকার মোঃ আব্দুল্লাহ ও জেলা বিএমএ নেতা ডাঃ মুজিবুর রহমান পলাশ প্রমুখ।
×