ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

তিন মামলার পলাতক ১৬ জঙ্গী ধরতে রংপুরে বিশেষ অভিযান

প্রকাশিত: ০৫:৪৪, ১৮ জুলাই ২০১৬

তিন মামলার পলাতক ১৬ জঙ্গী ধরতে রংপুরে বিশেষ অভিযান

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ রংপুর অঞ্চলের ১৬ জঙ্গীকে ধরতে পুলিশের বিশেষ অভিযান চলছে। এসব জঙ্গী রংপুরে জাপানী নাগরিক হোশি কোনিও এবং কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যা করে তারা বাহাই নেতাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়। পুলিশ সূত্রমতে ওই সব ঘটনার তদন্তে নিষিদ্ধ জঙ্গী সংগঠন জামাআতুল মুজাহিদীনের (জেএমবি) ২৮ সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দেয়া হয়েছে। তাদের মধ্যে ১৬ জন এখনও পলাতক। তাদের গ্রেফতারে চলছে পুলিশের বিশেষ অভিযান। সীমান্তে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। চাঞ্চল্যকর এই তিন মামলায় চার্জশীটভুক্ত জেএমবির অধিকাংশ সদস্যের বাড়িই রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। এদিকে রংপুর আদালত চত্বর এবং রংপুরের বিভিন্ন আদালতের বিচারকদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। জঙ্গী হামলার আশঙ্কায় রংপুর আদালত চত্বরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। অতিরিক্ত জেলা দায়রা জজ আবু জাফর মোঃ কামরুজ্জামানের লিখিত আবেদনে এ ব্যবস্থা নেয়া হয়। রবিবার সকাল থেকে আদালতের তিনটি প্রবেশদ্বারে চারজন করে পুলিশ সদস্য ছাড়াও সাদা পোশাকে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়াও বিচারকের গাড়ি, বাসভবন ও আদালতের গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার দুপুরে রংপুর জজ কোর্টের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত জেলা দায়রা জজ আবু জাফর মোঃ কামরুজ্জামান। অপর দিকে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, পলাতক জেএমবি সদস্যদের গ্রেফতারে রংপুর বিভাগের ৮ জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেয়া হয়েছে। অপরাধীরা ভারতে যাতে পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুরে জাপানী নাগরিক হোশি কোনিও ও মাজারের খাদেম রহমত আলী হত্যা এবং বাহাই নেতাকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তিন মামলায় ২৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়া হয়। তাদের মধ্যে ১২ জন বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে। বাকি ১৬ জন পলাতক রয়েছে। জাপানী নাগরিক হোশি কোনিও হত্যার সঙ্গে জড়িত অভিযোগে ৮ জেএমবি সদস্যের বিরুদ্ধে চার্জশীট দাখিল করা হয়। চার্জশীটভুক্তরা হচ্ছে- গ্রেফতারকৃত জেএমবির সামরিক শাখার নেতা মাসুদ রানা, এহসাক, লিখন ও আবু সাইদ এবং পলাতক সাদ্দাম হোসেন, আহসান উল্লাহ, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান ও সাখাওয়াত হোসেন। অপর দিকে রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম আওয়ামী লীগ নেতা রহমত আলী হত্যা মামলায় রংপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩ জুলাই ১৪ জেএমবি সদস্যকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করা হয়। তাদের মধ্যে সাতজন গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছে ও সাত জন পলাতক রয়েছে। চার্জশীটভুক্তরা হলেন- মাসুদ রানা, ইসহাক, লিটন মিয়া, আবু সায়্যিদ, সাদ্দাম হাসেন, নজরুল ইসলাম ওরফে বাইক হাসান, সাখাওয়াত হোসেন, সারওয়ার হোসেন, সাদাত হোসেন, তৌফিকুল ইসলাম, চান্দু মিয়া, রজিবুল ইসলাম, বাবুল মাস্টার ও জাহাঙ্গীর হোসেন। তাদের মধ্যে প্রথম সাতজন হোশি কোনিও হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামি।
×