ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্য না হলে কর্মসূচী দেবে বিএনপি ॥ নজরুল

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ জুলাই ২০১৬

জাতীয় ঐক্য না হলে কর্মসূচী দেবে বিএনপি ॥ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে জাতীয় ঐক্য না হলে দেশের জনগণের প্রতি কর্তব্যবোধ থেকে বিএনপি কর্মসূচী দেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শনিবার দুপুরে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি অভিযোগ করেন, গুলশানের সন্ত্রাসী হামলায় জড়িত প্রকৃত অপরাধীদের ধরার নামে সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করছে। এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা চলছে। সবকিছু পর্যালোচনা করে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কর্মসূচী ঘোষণা করা হবে। খালেদা জিয়া নিজে এ কর্মসূচী ঘোষণা করবেন। তিনি অভিযোগ করেন, খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে আওয়ামী লীগ সরকার জাতিকে বিভক্ত করে সন্ত্রাস ও উগ্রবাদের পক্ষ নিয়েছে। শুধু তাই নয়, আওয়ামী লীগের কিছু মন্ত্রী-এমপি এখনও এ নিয়ে ব্লেম গেম খেলছেন। পেশাজীবীদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকে জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার যে বিষয় আসে সে প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চানÑ এ মুহূর্তে বিএনপির কাছে জামায়াত বড়, না জাতীয় ঐক্য বড়? জবাবে নজরুল ইসলাম খান বলেন, আপনি এটাকে অল্টারনেটিভ করার চেষ্টা করছেন কেন? আমরা বলছি, আমরা জাতীয় ঐক্যের কথা বলছি সবাইকে নিয়ে। কিন্তু সেখানে আলোচনা যখন শুরু হবে, তখন এটা দেখা যাবে, যখন দলের যে সিদ্ধান্ত হবে, সেটা হবে। নজরুল ইসলাম বলেন, জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। উগ্রবাদ মোকাবেলায় খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, যা দেশ-বিদেশে খুবই প্রশংসিত হয়েছে। খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাকে সাড়া না দিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। এখন মুক্তিযুদ্ধের মতো সকলকে ঐক্যবদ্ধ হওয়া জরুরী। কিন্তু মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতারা জাতির ক্রান্তিলগ্নে অহেতুক খালেদা জিয়া ও বিএনপিকে দোষারোপ করছেন। প্রায় প্রতিদিনই তারা অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন কথা বলে জনমনে হতাশার সৃষ্টি করছেন। যুক্তিহীন বক্তব্য দিয়ে জাতিকে বিভক্ত করছেন তারা। তিনি জঙ্গী হামলার পর নিরপরাধ যেসব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। নজরুল খান বলেন, মধ্যপন্থী, উদার ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি সব সময় সন্ত্রাসবাদ-উগ্রবাদের বিপক্ষে অবস্থান নিয়ে কাজ করছে। বিএনপি সরকারে থাকাকালে সফলভাবে উগ্রবাদ দমনে ব্যবস্থা নিয়েছিল। এর সঙ্গে জড়িত মূল নেতাদের আটক করে বিচার করেছিল এবং সমাজে স্বস্তি ও শান্তি ফিরিয়ে এনেছিল। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করে সরকারকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এ থেকে উত্তরণে জনগণের ঐক্যের কোন বিকল্প নেই। সরকার যত দ্রুত এ সত্য মেনে নেবে তত দ্রুত সঠিক পথে দেশ এগোতে পারবে। তিনি বলেন, সন্ত্রাসবাদ-উগ্রবাদ মোকাবেলায় বিএনপি সরকারকে সহযোগিতা করতে চাইছে। সেজন্যই জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন খালেদা জিয়া। এখন সরকার নানা শর্তারোপ করে যদি এ সহযোগিতা ফিরিয়ে দিতে চায়, দিতে পারে। সংবাদ সম্মেলনে ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার নিন্দাও জানান নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান, দলের যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, মুজিবুর রহমান সারোয়ার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন। লন্ডনে বিএনপির প্রতিনিধি দল ॥ ব্রিটিশ হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে এক আলোচনা সভায় যোগ দিতে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল লন্ডন গেছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। ১৯ জুলাই এ আলোচনা সভা হবে। হাউস অব লর্ডসে আলোচনা সভায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার, গণতন্ত্র ও সাম্প্রতিক জঙ্গী হামলাসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে দলের অবস্থান ব্যাখ্যা করবে বিএনপির প্রতিনিধি দল। হাউস অব লর্ডসে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনা সভায় যোগ দিতে পাঁচ সদস্যের বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিনিধি দলে আরও রয়েছেনÑ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবিহউদ্দিন আহমেদ, দলের সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও সুপ্রীমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা।
×