ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রী ফিরেছেন গণভবনে আজ সংবাদ সম্মেলনে

প্রকাশিত: ০৮:৩২, ১৭ জুলাই ২০১৬

প্রধানমন্ত্রী ফিরেছেন গণভবনে আজ সংবাদ সম্মেলনে

বিশেষ প্রতিনিধি ॥ মঙ্গোলিয়ায় তিন দিনের সরকারী সফর শেষে শনিবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১তম এশিয়া-ইউরোপ মিটিং (আসেম) শীর্ষ সম্মেলনে অর্জিত সাফল্যগুলো দেশবাসীর সামনে তুলে ধরতে তিনি আজ রবিবার বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বলে জনকণ্ঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। মঙ্গোলিয়া সফর ছাড়াও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন তিনি। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা ২০ মিনিটে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, কূটনৈতিক কোরের ডিনসহ উর্ধতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। দু’দিনের ১১তম আসেম শীর্ষ সম্মেলন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোরের সাংগ্রি-লা হোটেলে অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল- ‘আসেম-এর ২০ বছর : যোগাযোগ মাধ্যমে ভবিষ্যতের অংশীদারিত্ব।’ সম্মেলনে ১১ দেশের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৩ দেশের প্রধানমন্ত্রী, ১৬ পররাষ্ট্রমন্ত্রী তথা ইউরোপিয়ান কাউন্সিল ও ইউরোপিয়ান কমিশনের সভাপতি এবং আসিয়ান মহাসচিব অংশগ্রহণ করেন। এটাই ছিল মঙ্গোলিয়ায় আয়োজিত সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক কোন অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’টি প্লেনারি মিটিংসহ আসেম-সম্মেলনের উদ্বোধনী, সমাপনী এবং অন্যান্য অধিবেশনে যোগদান করেন। দ্বিতীয় প্লেনারিতে তিনি ‘প্রমোটিং আসেম পার্টনারশিপ অব গ্রেটার কানেক্টিভিটি’ শীর্ষক একটি বিবৃতি দেন। সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। পাশাপাশি ইতালির পররাষ্ট্রমন্ত্রী পাওলো জেন্টিলোনি সিলভেরি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
×