ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে পুলিশের ওপর বোমা হামলা ॥ অস্ত্র-গুলিসহ শিবির ক্যাডার আটক

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ জুলাই ২০১৬

ঝিনাইদহে পুলিশের ওপর বোমা হামলা ॥ অস্ত্র-গুলিসহ শিবির ক্যাডার আটক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৬ জুলাই ॥ ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের ওপর বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এতে মোহিবুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। সেসময় পুলিশ চার রাউন্ড গুলিবর্ষণ করে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি, বোমা, হাঁসুয়া ও তরবারিসহ মিলন হোসেন নামে শিবিরের নিয়ামতপুর ইউনিয়ন সেক্রেটারিকে আটক করা হয়। শনিবার সকালে কালীগঞ্জের নিয়ামতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের ওপর এ বোমা হামলার ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান আলম জানান, নিয়ামতপুর স্কুল বিল্ডিংয়ে সীমানার মধ্যে একদল দুর্বৃত্ত অস্ত্র, গুলি-বোমা নিয়ে জড়ো হয়ে গোপন বৈঠক করছিল এমন খরব পেয়ে পুলিশ সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশ চার রাউন্ড গুলিবর্ষণ করে। বোমার স্পিøন্টারে মোহিবুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি আরও জানান, গুলি ও বোমা বিস্ফোরণের নিক্ষেপের পর দুর্বৃত্তরা পালিয়ে গেলেও পার্শ্ববর্তী হরিগোবিন্দপুর গ্রামের আরিফ হোসেনের ছেলে মিলন হোসেনকে পুলিশ আটক করে। ঘটনাস্থল থেকে পাঁচটি তাজা বোমা, একটি দেশী শটগান, এক রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একটি তরবারি উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে আটক শিবির নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
×